৭২ বছর আগে ১৯৫২ সালের এই দিনে ছিল পূর্ববাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন। সেদিন ডাকা হয় ধর্মঘট। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আজ সেই অমর একুশে ফেব্রæয়ারি। ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা একুশের চেতনা বাঙালির মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা।
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র রার আন্দোলনের অবিস্মরণীয় সেই মুহুত্য ফিরে এসেছে আবার।
শোকে বিহ্বল ও গৌরবে দীপ্ত এ দিন মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় প্রথমবার মায়ের ভাষার অধিকার রায় যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। তাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে ২১ এর প্রথম প্রহরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার ছবি-