ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু না আত্মহত্যা

0
82

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, বৃদ্ধ ট্রেনের নিচে মাথা রেখে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টার দিকে যাত্রীবাহী ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চাচড়া রেলগেটের অদূরে মাঠের মধ্যে রেল লাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিলেন। এ সময় একটি যত্রীবাহী ট্রেন চলে আসে। ট্রেনের চালক বেশ কিছু সময় ধরে হর্ণ বাজায় কিন্তু বৃদ্ধ চলন্ত ট্রেনের চাকার নিচে মাথা রেখে আত্মহত্যা করেন। রেল লাইনের পাশে নিহত ব্যক্তির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানা ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেল লাইন থেকে মরদেহ সড়িয়ে পুলিশ জানায়। এবং তারা মৃতদেহ হেফাজতে নিয়েছেন। এখনও নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।