বহলা’র ফল ও দূরন্ত শৈশব

0
128

তখন বিকাল ৩টা ৪২মিনিটি। সবে স্কুল ছুটি হয়েছে। সবাই ক্ষুধার্ত। তবুও ঘুড়ি তৈরীর প্রকৃতিক আঠা “বহলা” ফল লাগবেই। তাই কাঁধের স্কুলব্যগ গাছের নিচে ফেলে কেউ উঠেছে মগডালে। আবার কেউ নিচেই “বহলা” ফল কুড়াতে ব্যস্ত। শিশুরা সবাই স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের বহরমপুর এলাকা থেকে রবিবার বিকালে ছবিটি ধারণ করা।