ঝিনাইদহ প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে উপজেলার তালেশ্বর বাজার থেকে ফেন্সিডিল বিক্রির সময় ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলো উপজেলার বাবরা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহম্মদ আলী (৪০), যশোরের চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে বিল্লাল বিশ্বাস (৪০) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে রিপন আলী (৩১)।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান বলেন, ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।