দ্রোহ অনলাইন ডেস্ক
খুলনা বিভাগে নতুন করে ২৮৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের মধ্যদিয়ে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। সব মিলিয়ে বিভাগে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হলেন ৩ হাজার ১৯১ জন।
খুলনা বিভাগের মোট রোগীর প্রায় ৪৩ শতাংশ খুলনার। এ রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে বিভাগে ৪৮ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ৬২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৭৬৮ জন। বিভাগে সুস্থ হওয়ার হার ২৪ শতাংশ।
নতুন সংক্রমিত ২৮৮ জনের মধ্যে খুলনা জেলায় ১৫২ জন, বাগেরহাটে ৯, সাতক্ষীরায় ২২, যশোরে ২৩, ঝিনাইদহে ৯, মাগুরায় ৮, নড়াইলে ২৫, কুষ্টিয়ায় ২৭, চুয়াডাঙ্গায় ৭ ও মেহেরপুরে ৬ জন।
সব মিলিয়ে বিভাগের মধ্যে খুলনায় মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন, বাগেরহাটে ১৫৮ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, যশোরে ৪৩৯ জন, ঝিনাইদহে ১৫৭ জন, মাগুরায় ৯০ জন, নড়াইলে ১৩৩ জন, কুষ্টিয়ায় ৪৬১ জন, চুয়াডাঙ্গায় ২০৩ জন ও মেহেরপুরে ৫৬ জন।
আরও পড়ুন
দেশে একদিনে করোনায় আক্রান্ত ৩ হাজার ৯৪৬ জন
বিভাগে করোনায় মৃত ব্যক্তির তালিকায় খুলনায় দুজন ও যশোরে তিনজন যোগ হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ১৮ জন; কুষ্টিয়ায় ৬ জন; যশোর, নড়াইল ও মেহেরপুরে ৫ জন করে। এ ছাড়া বাগেরহাটে তিনজন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে রোগী মারা গেছেন। সাতক্ষীরায় কোনো করোনা রোগী মারা যাননি।