পানির জন্য

0
41

সারা বছরই বিশুদ্ধ খাবার পানি সংকটে ভোগে খোকসা পৌরসভার প্রধান বাজারের ব্যবসায়ীরা। বাজারটিতে সরকারী টিউবয়েল সচল নেই একটিও। পৌর সভায় কয়েক কোটি টাকার গভীর নলকুপ আছে। আছে পাইপ লাইন। তাতে পানি মেল না। ব্যবসায়ীরা কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে পানির অভাব মেটাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে টিউবয়েল অথবা মোটর বসিয়ে নিয়েছেন। সাধারণ ব্যবাসীদের ভরসার স্থল হয়ে উঠেছে ওই সব ব্যাক্তিগত পানির ব্যবস্থা। মঙ্গলবার বিকালে বাজারটির হাওয়া ভবন এলাকার একটি দোকানের মোটরে পানি জন্য দীর্ঘ লাইন।

আরও পড়ুন – বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আরও পড়ুন – খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ