খোকসার গড়াই নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ

0
11

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে ভাসমান এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি দল। মৃতদেহ উদ্ধারের কিছু সময় আগে ওই বৃদ্ধাকে নদীর দিকে যেতে দেখেছিল বলে দাবি করেন স্থানীয় মহিলারা।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর বামনপাড়া ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের নিচে গড়াই নদীতে বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা খোকসা থানা পুলিশকে খবর দেয়। দুপুর পর নৌ পুলিশের একটি দল মৃতদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধার বয়স পঞ্চাশ উদ্ধ। তার পরনে ছিল হলুদ রঙের প্রিন্ট সাড়ি। পায়ে ছিল মেজেন্টা রঙের পঞ্চ স্যান্ডেল। গায়ে ছিল খয়েরি রঙের ব্লাউজ। নারীর মাথা চুল কাটা ছেলেদের স্টাইলে।

বামনপাড়ায় নদীতে যাবার রাস্তার পাশের শেষ বাড়িটি সাগরি খাতুন নামের এক বৃদ্ধার। তিনি এই গ্রামের মৃত মামুদ আলীর স্ত্রী। সকাল সাড়ে ৯ টার দিকে তার কাছে নদী পার হওয়ার রাস্তা জানতে চেয়েছিলেন ভিনদেশী ওই (মারা যাওয়া) বৃদ্ধা। তার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে নদীর ঘাটে গিয়ে লাশ দেখে তিনি নিশ্চিত হয়েছেন।

নদীর পশ্চিম তীরে শৈলকুপার বড়–লিয়া গ্রামের বৃদ্ধ শমসের আলীও নদী তীরের এক নারীর মুখে বৃদ্ধার নদীতে ঝাপ দেওয়ার গল্প শুনে মৃতদেহ দেখতে এসেছেন।

খোকসা থানা পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনা স্থলে এসেছেন। ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের ফাড়িতে খবর দেওয়া হয়েছে। তারা এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পাহাড়া দিচ্ছেন মাত্র। মৃতদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় এবং বয়স শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন – খোকসায় রহস্য জনক আগুনে পুড়ে মরলো ৫ গরু

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌ পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে।