স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় রহস্য জনক আগুনে এক স্কুল শিক্ষক ও তার ভাইয়ের ৫টি গরু পুড়ে মারা গেছে। তিনটি ঘর ও কয়েকশ মন পেঁয়াজসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে ভস্ম হয়ে গেছে।
জানা গেছে, গত রবিবার দিনগত গভীর রাতে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের স্কুল শিক্ষক নরেশ মন্ডল ও তার সহোদর নিরোদ মন্ডলের পাশা-পাশি তিনটি গোয়াল ঘরে রহস্য জনক আগুনের সৃষ্টি হয়। গ্রামবাসী ও খোকসা ফায়াস সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই গোয়াল ঘরে থাকা দুটি গর্ভবতী গাভীসহ পাঁচটি গরু আগুনে পুড়ে মারা যায়। এসব গোয়াল ঘরের আড়াই মাচাল করে রাখা দেড়শ মন পেঁয়াজ পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে স্কুল শিক্ষক ও তার সহোদরের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফুলবাড়িয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ মন্ডল জানান, শিক্ষকতার পাশাপাশি শখ করে দুটি ষাড় গরু পুষছিলেন। প্রতি রাতের মত তারা ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তার বড় ভাই নিরোদ মন্ডলের চিৎকারে ঘুম ভেঙে দেখেন পাশা-পাশি তিনটি গোয়াল ঘরের চালে আগুল জ্বলছে। তারা নিজেরা মটোরের পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে আগুন নিভলেও তাদের দুই ভাইয়ের ৫টি গুরু পুড়ে মারা যায়। পুড়ে গেছে কয়েক লাখ টাকার পেঁয়াজ ও অন্য ফসল।
খোকসা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান, গৃহকর্তা নিরোদ মন্ডল জানিয়েছেন বিদ্যুত থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ১ ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছেন।
আরও পড়ুন – চাউল কিনতে লম্বা লাইনে অপেক্ষা
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, স্কুল শিক্ষক ও কৃষকের বাড়িতে আগুন লাগার খবর পেয়েছেন। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।