কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) বিকালে মিরপুর উপজেলার যোগীপোল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)। নিহত তুষার ও রাব্বি দুই বন্ধু। এ সময় অপর একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যোগীপোল এলাকায় বিপরিতগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুই বন্ধু গুরুতর আহত হন। এসময় অপর আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী প্রশান্ত।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী প্রশান্ত গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়। আহত প্রশান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন – প্রতারকের দেয়া পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু
এ বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ঘাতক ড্রাম ট্রাক উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাক চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।