কুষ্টিয়ায় পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

0
68

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ” প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়” এই শ্লোগান নিয়ে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার।

আরও পড়ুন – ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে দুই সাংবাদিককে বেকসুল খালাস

মূল আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।