বর্ণ খেলা

0
14

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান থেকে ফেরা আবার জটিল। ‘গাঁধা’য় ছুয়ে দিলে তাকে খাটতে হবে। এ ভাবেই চলবে অনন্ত সময় ধরে। ‘গাঁধা’র চোখ ফাঁকি দিয়ে নতুন কোটের উদ্দেশ্যে ছুট দিয়েছে প্রতিপক্ষ। শনিবার স্কুল ছুটির দিন। কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া থেকে ছবিটি তোলা।