বিসর্জন

0
33

উৎসব মুখোর পরিবেশে দেবী দূর্গাকে বিদায় জানাতে গড়াই নদীতে আনা হয়। পৃথক পৃথক নৌকায় দেবী মূতি তুলে নদীর দুই তীরের অপেক্ষায় থাকা হাজার হাজার পূনার্থী ও দর্শনাথীদের প্রদর্শনের সূয়োগ করে দেওয়া হয়। নদীর দুই পাড়ের ১০ ঘাট ঘুড়িয়ে সন্ধ্যায় দেবী দূর্গার মূর্তি বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে খোকসা গড়াই নদী থেকে ছবি গুলো তোলা।

দূর্গা মূর্তি বিসর্জন উপলক্ষে নদীর দুই তীরের বসেছিল গ্রামীন মেলা। সংসাবে প্রয়জনীয় মাটির তৈজস পত্র ও খেলনা কিনছেন একদল নারী।
গড়াই নদীর ঘাটে দাঁড়িয়ে এক পূনার্থী উলু ধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বিদায় জানাচ্ছেন।