Home breaking news খোকসায় হাতের কাচি বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মুত্যু

খোকসায় হাতের কাচি বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মুত্যু

0
15

স্টাফ রিপোর্টার

ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার সময় স্যালো মেশিনের বিদ্যুতের লাইনে হাতে থাকা কাঁচি বেঁধে বিদ্যুৎ স্পিষ্ট হয়ে কৃষক মান্নান শেখ মারা গেছেন।

বুধবার দুপুরে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বড়ইচারা গ্রামের মান্নান শেখ (৪৫) ধানের জমিতে যাবার পথে স্যালোমেশিনের বিদ্যুতের ৪৪০ ভোল্টের লাইনের বিদ্যুত স্পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। নিহত কৃষক বড়ই চারা গ্রামের রহমত আলীর ছেলে। এ সময় মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কৃষক মান্নান শেখ বাড়ি পাশের মাঠে নিজের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য রওনা দেন। এ সময় তার মাথার উপর সিলভারের গামলা, হাতে কাচি ও পিঠে কীটনাশক স্প্রে করার মেশিন ছিলো। নিজের ধানের জমিতে পৌচ্ছানোর আগেই কৃষকের হাতে কাঁচি আব্দুল খালেকের স্যালো মেশিনের বিদ্যুতের লাইনে স্পর্শ হয়। বিদ্যুত স্পিষ্ট হয়ে মুহুত্যের মধ্যে কৃষক মান্নান মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ততক্ষনে কৃষক মারা যান।

নিহত কৃষকের পিতা রহমত আলী বলেন, “আমার ছেলে মাথায় সিলভারে গামলা ও হাতে ধানের খেতের আগাছা ছাপ করার কাচি ছিলো। কাচিতে স্যালো মেশিনের তার জড়িয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই রাজু জানান, তিনি মৃত কৃষকের সুরোতহাল রিপোর্ট তৈরী করছেন। পরিবার বাঁধা দিলে অথবা মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।