Home breaking news খোকসায় ভ্যান চালকের আত্মহত্যা

খোকসায় ভ্যান চালকের আত্মহত্যা

0
18

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আব্দুল জব্বার শেখ (৫৫) নামের এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে জয়ন্তী হাজরা ইউনিয়নের ব্যাংগারিয়া মাঠে একটি আম গাছের ডালে নিজের গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। সাংসারে অভাব অনাটনের কারনে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে পরিবারের দাবি তিনি দীর্ঘ দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু ভ্যান চালকের আত্মহত্যার খবর নিশ্চিত করে বলেন, লোকটি একদিকে রোগাগ্রস্ত ছিলেন, অন্য দিকে অভাব অনাটনের কারনে আত্মহত্যা করতে পারে।

মৃত ভ্যানচালক জব্বার শেখের স্ত্রী জানান, “সকাল ১০টা থেকেই তাকে বাড়িতে দেখা যাচ্ছিল না। আমি ও আমার ছেলে মিলে খুঁজতে বেড় হই। এক পর্যায়ে মাঠে গিয়ে দেখি গাছের নিচে তার পায়ের স্যান্ডেল পড়ে আছে। উপর দিকে তাকিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে গ্রামের লোকজন এসে গামছা কেটে নিচে নামায়।”

তিনি আর জানান, দীর্ঘ দিন ধরে তার স্বামী অসুস্থ্য ছিলেন।

খোকসা থানার ওসি (তদন্ত) জাফর শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।