দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তদের জীবনের কল্যানে মত্তলোকে শ্যামা ও কালী দেবীর আগমন ঘটবে। দেবীর আগমন কে স্বাগত জানাতেই শুভ দীপাবলি উৎসব। মন্দিরে মন্দিরে ভক্তরা ছুটেছেন বাটা ভর্তি মাটির মঙ্গল প্রদীপ নিয়ে। প্রদীপের আলোয় ঘুচবে আঁধার। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা কালী বাড়ি থেকে ছবি গুলো তোলা।