ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা

0
192
DROHO-JHANA-23-P2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমিক রাশেদ মন্ডল (৩০) এর বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা (১৮)। এ ঘটনার পর থেকে প্রেমিক আত্মগোপনে রয়েছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে মৃত হিজাবদি মন্ডলের ছেলে বিশ্ববিদ্যালয় পড়–য়া রাশেদ মন্ডলের গোলকনগর গ্রামের ওই অষ্টাদশীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রায় তিন বছর ধরে ঘুড়াতে থাকে। এক পর্যায়ে গত রবিবার ওই অষ্টাদশী প্রেমিক রাশেদ মন্ডলের বাড়িতে ওঠে। এ ঘটনার পর প্রেমিক আত্মগোপন করে। সেই থেকে অষ্টাদশী প্রেমিকা সেখানেই অনুশন শুরু করেছে।

অনুশনে থাকা প্রেমিকা জানায়, প্রায় তিন বছর আগে রাশেদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে রাশেদ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করে। বিয়ের কথা বললে সে নানা ছলছুত করতে থাকে। এখন বিয়ের দাবিতে সে প্রেমিক রাশেদের বাড়িতে অনশনে বসেছি। প্রেমিকা আত্মহত্যার করেবে বলেও ঘোষনা দিয়েছ।

প্রেমিক রাশেদের মা বেদানা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি তাকে ছাড়ছে না। তিনি বলেন, বিয়ের দাবিতে রবিবার থেকে মেয়েটি আমার বাড়িতে অনশন করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লোক মুখে ঘটনা শুনেছেন। কোন পক্ষ থেকেই অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হবে।