পদ্মায় জেলে নৌকা ডুবে দুই শিশু নিখোজ

0
197
DROHO-PADMA23-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং এ পদ্মা নদীতে মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার সকালে নদী উত্তাল থাকায় উপজেলার পদ্মার চর এলাকায় জেলেদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে শিশুসহ ৬ জন ছিল। তাদের মধ্যে ৪ জন তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় দুই শিশু। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ শিশুদের সন্ধানে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।

ফাঁড়ির ইনচার্জ আরো জানান, পরিবারের বয়সীদের সঙ্গে দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার এক পর্যায়ে তাদের নৌকাটি ডুবে যায়।