কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় রাতের আঁধারে ভাঙচুর করা বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে সন্ধ্যায় এবার ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশের উপস্থিতিতে দৃর্বৃত্তরা গুলিছোড়ার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে শনিবার সন্ধ্যা সাতটার কিছুটা পর ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে দুর্বৃতের হামলায় ক্ষতিগ্রস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে সামনে একটি ছাই রঙের নোহা গাড়ি আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর গাড়িটি দ্রুত চলে যায়।
ঘটনা স্থলে উপস্থিত পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মকছেদুর রহমান বলেন, তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি।
তিনি আরো জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না।
পৌরসভার অর্থায়নে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত শুক্রবার দিনগত রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।