শনিবার, ২৪ মে, ২০২৫
Home Blog Page 699

না ফেরার দেশে অধ্যাপক আনিসুজ্জামান

0
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ইন্তেকাল করেছেল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান ।

সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ছিলেন তিনি। বহু গুনে গুনান্বিত একজন সাধারণ মানুষ হিসেবে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা।

ভাষা সংগ্রামী, মহান বরেণ্য এ শিক্ষাবিদ ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন একজন নামকরা হোমিও চিকিৎসক।

১৯৫৬ সালে স্নাতক সম্মান এবং ১৯৫৭ এম এ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান ও ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অনার্সে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘নীলকান্ত সরকার স্বর্ণপদক’ বৃত্তি লাভ করেন।

তিনি ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন।

বরেণ্য এ লেখকের উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে ‘মধুদা, ফতোয়া’, ‘ওগুস্তে ওসাঁর বাংলা-ফারসি শব্দসংগ্রহ’ ‘স্মৃতিপটে সিরাজুদ্দীন হোসেন’, ‘শহীদ ধীরেন্দ্রনাথ স্মারকগ্রন্থ’, ‘নারীর কথা’, ও আইন-শব্দকোষ অন্যতম।

তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ সহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, অলক্ত পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হয়েছিলেন।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করে। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

ভাষা আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলন এবং ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অগ্রগামী যোদ্ধা।

করোনায় আরো সংক্রমিক হয়েছেন ১০৪১ জন

0
সংগৃহিত প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

এই গ্রাণঘাতি ভাইরাসটিতে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৪৪ লাখে ঠেকেছে। মৃতের সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই। তবে প্রায় পৌনে ১৭ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল।

অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সাত দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়েছে। যদিও ঢাকা, চট্টগ্রাম গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে মসজিদ এবং দোকানপাট-শপিংমলও।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চেক প্রদান

0
অসুস্থদের মধ্যে চেক বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ছবি- দ্রোহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪৯ জনের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ২২ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ চেক বিতরণ করেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

জানা গেছে, খোকসা ও কুমারখালী উপজেলায় হার্ট, লিভার ও ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এককালীন অনুদান প্রদান করা হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন প্রমূখ।

মেহেরপুরে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
মেহেরপুরের সংবাদকর্মীরা - ছবি দ্রোহ

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুরর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকসহ তিন জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

বুধবার সন্ধ্যায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এএসএম ইমন ও যুগ্ম সম্পাদক আল আমিন।

জানাগেছে, ১১ মে ‘২৬ বছর ভাড়া বাড়ি দখলে রেখেছে’ শিরোনামে মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আঃ লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নামে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশিত হওয়ায় ডিজিটিাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন সাবেক সংসদ সদস্যের ভাগ্নে সবুজ হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান সাংবাদিকদের জানান, মেহেরপুর থেকে প্রকাশিত দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক, প্রকাশক ও একজন যুগ্ম সম্পাদকের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

দৈনিক মেহেরপুর প্রতিদিন সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সকল তথ্য উপাত্ত আমাদের কাছে রয়েছে। আইন গত ভাবেই মামলা মোকাবেলা করা হবে।

নগদ অর্থ সহায়তার অনুষ্ঠানের উদ্বোধন, পাবে ৫০ লাখ পরিবার

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থার মধ্যে সারাদেশের ক্ষতিগ্রস্থ ৫০ লাখ দরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হতদরিদ্র প্রতিটা পরিবারকে সরকারী ভাবে এককালীন আড়াই হাজার প্রদান করা হবে। এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশ) এর মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদুল ফিতরের আগে পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। প্রতি পরিবারে ধরা হয়েছে চারজন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকারভোগী হবে ২ কোটি মানুষ।

রোগী ভাগিয়ে জিম্মি করার ঘটনায় ১১ জনের সাজা

0
ছবি সংগৃহিত।

দ্রোহ অনলাইন ডেস্ক

পঙ্গু সহ বিভিন্ন সরকারী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে চিকিৎসার নামে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে একটি বেসরকারী হাসপাতালের ১১ জনকে বিভিন্ন য়োদে সাজা ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার রাত ৯টা পর্যন্ত রাজধানীর কলেজগেট এলাকার মুক্তিযুদ্ধ টাওয়ারের প্রাইম হাসপাতালে অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর একটি দল। এ চক্রের সাথে জড়িত ১১ জনকে আট করে। অভিযোগের সত্যতা মেলায় র‌্যাবের ভ্রাম্যমান আদাল আটকদের প্রায় ২২ লাখ টাকা জরিমানা করে। একই সাথে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

এ অভিযানে আটক হয়েছেন, বাবুল হোসেন (৩৯), আব্দুর রাজ্জাক (৩৮), মোঃ জাকির, মোকাররম হোসেন (৩০), মোঃ দুদু মিয়া (৬০), মোবারক খাঁ (২৩), বিল্লাল ওরফে পিচ্চু (৩০) ও ফারুক হোসেন (২৩) আকাশ (২৪), দুলাল (৩২), কামাল হোসেন (৪০)।

র‌্যাবের এসপি মহিউদ্দিন ফারুকী জানান, ভয়ংকর করোনার পরিস্থিতি চলছে। এরমধ্যে রাজধানীর সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ আশপাশের সরকারি হাসপাতাল থেকে দালাল চক্র রোগীদের ভাগিয়ে নিয়ে প্রাইম হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করাতো। এ সব রোগীদের চিকিৎসার নামে জিম্মিকরে টাকা আদয় করতো। বুধবার রাতের অভিযানে এসবের সত্যতা মেলায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত একজনকে এক বছর, তিন জনকে ৯ মাস, বাকিদের তিন মাস করে জেল এবং ২২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি প্রতিরোধে সরকার ঘোষিত দীর্ঘ ছুটির পর অফিস খোলা হলে ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের সম্ভাবনা উজ্জল হচ্ছে। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় না থাকলেও এ নিয়ে চিন্তা-ভাবনা রয়েছে বলে জানা গেছে।

দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির মুখে আর এক দফা ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করার প্রজ্ঞাপন আসছে। এবার দিয়ে মোট সাত দফা ছুটি বাড়ানো হচ্ছে। বুধবার সংবাদ মাধ্যম গুলোকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জরুরি সেবা সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় সীমিত আকারে খোলা রয়েছে। সরকারি কার্যক্রমও অনেকটাই থেমে আছে। কর্মহীন হয়ে পড়েছে বিপুল সংখ্যক মানুষ। কিন্তু করোনাভাইরাস থেকে বাঁচতে ছুটি বাড়ানো ছাড়া সরকারের অন্য কোনো উপায়ও নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট সবাই। আর দীর্ঘমেয়াদি ছুটি দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, উদ্যোক্তারা মনে করছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বেসরকারি সেক্টরের মতো সরকারকে কাজের ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিকে হবে। কমগুরুত্বপুর্ণ ছুটি বাতিল করে কাজের পরিধি বাড়ানোর মাধ্যমে অল্প সময়ের মধ্যে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। আর এ জন্য সাপ্তাহিক ছুটি দুদিন থেকে কমিয়ে একদিন করা যেতে পারে। এতে ইতিবাচক অগ্রগতি হবে। পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ছুটি একদিন করার এই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে সরকার করোনা সংক্রমণরোধের কর্মকান্ড নিয়েই ব্যস্ত। সাপ্তাহিক ছুটি একদিন কমানোর বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা আছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন হয়তো এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এই পরিস্থিতিতেও আমরা আমাদের কাজটা করার চেষ্টা করছি। প্রয়োজনে এবং সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন দিলে এমনটা (শনিবার ছুটি বাতিল) হতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও সেভাবে বিবেচনা করা হচ্ছে না।

দ্বিতীয়বার করোনা আক্রান্ত নারী মা হলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের চৌগাছার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এক নরী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে এক নারী জ্বর, কাশি ও গলাব্যথা সহ করোনা উপসর্গ তার গত ২২ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২৮ বছর বয়সী ওই নারী করোনা সংক্রামিত কি না তা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠানো হয়। তিনি ভয়ে ২৪ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পালিয়ে যান। পরদিন ২৫ এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

বাড়িতে আইসোলেশনে রেখে তার প্রাথমিক চিকিৎসা চলছিল। কিন্তু আবার দুই দফা পরীক্ষা করে তাঁর প্রতিবেদন নেগেটিভ আসায় ৯ মে তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হয়। সেদিন দুপুরে সিভিল সার্জন শেখ আবু শাহীন ওই নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরই তাঁকে যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান প্রসব করানোর কথা ছিল। কিন্তু দ্বিতীয় দফায় ওই নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় সোমবার পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষা জন্য পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার প্রতিবেদন জানানো হয়, তিনি পুনরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতোমধ্যে যশোর শহরের বেসরকারি হাসপাতেলে দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত অন্তোঃসত্বা নারীর শরীরে অস্ত্রপচার করা হয়। ওই নারী কন্যা সন্তানের জন্মদিয়েছে। অস্ত্রোপচার করেন গাইনি চিকিৎসক নিলুফার ইয়াসমিন এমিলি।
চিকিৎসক এমিলি জানান, সব প্রস্তুুতি ও নিরাপত্তা নিয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা হয়নি। মা ও বাচ্চা দু’জনই সুস্থ আছেন।

বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত সঠিক হয়েছে – কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাধারণ ছুটি চলাকালীন কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল তাদের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইল।

বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। সরকার এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। দেশের সবকটি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। কিন্তু কিছু চক্রান্তকারী মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি দেশবাসীকে আহবান জানান। তিনি আরো বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।

শিল্পীদের আর্থিক সহায়তা দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতি করোনার বিস্তার রোধকল্পে দেশব্যাপী চলছে অঘোষিত লক ডাউন। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে শিল্পীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

কর্মহীন শিল্পীদের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সারাদেশের প্রায় পাঁচহাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে তালিকা।

ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের দেওয়া তালিকা অনুযায়ী অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ

সংস্কার কমিশন বাতিল দাবিতে হেফাজতের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) বিকালে বড় বাজার থেকে বিক্ষোভ...

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে...

খোকসায় কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেছে দুর্বৃত্বরা

স্টাফ রিপোর্টার মাত্র ১২ মিনিট অপারেশেন চালিয়ে দুর্বৃত্তরা একটি সোনার দোকানের শোরুম থেকে কোটি টাকার সোনা ও রুপাসহ লোহার সিন্দুক তুলে নিয়ে গেছে। বাজারের দুই...

অভ্যুত্থানে নিহত হাফেজের লাশ উত্তোলনে পরিবারের বাধা

কুষ্টিয়া প্রতিনিধি জুলাই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদের (১৭) লাশ কবর থেকে উত্তোলন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী...

দৌলতপুরে হামলায় দুই এসএসসি শিক্ষার্থী আহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে এসে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন দুই পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল...