মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Home Blog Page 699

খোকসায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

শ্বশুর বাড়ির করিডোরের গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় মিলল কলেজ ছাত্রী গৃহবধূর মৃতদেহ। নিহতের বাবার পরিবারের দাবি গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার দিনগত গভীর রাতে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি নিহত হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন।

নিহতের স্বামীর পরিবার জানায়, শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে ম্বামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে তার (মিমের) বাবা মেয়ের বাড়ি এসেছিলেন। তার পরে রাতে তারা বোনে মৃত্যুর খবর জানতে পারে। পলাশের দাবি, নিহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। কিন্তু তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলবেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমনকে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া চলছে।
জরা ইউনিয়নের তাহেরপুরে শ্বশুর বাড়িতে কলেজ ছাত্রী গৃহবধূ মিম খাতুন ওরফে পলি নিহত হয়। গৃহবধূর স্বামীর নাম সুমন হোসেন।

নিহতের স্বামীর পরিবার জানায়, শনিবার গৃহবধূর বাবা মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে আসেন। রাতে মিম তার বাবাকে বিদায় দিয়ে নিজের ঘরে ম্বামী সুমন হোসেনের সাথে ঘুমাতে যায়। গভীর রাতে গৃবধূর স্বামী পরিবারের লোকদের ডেকে স্ত্রীর গলায় ফাঁস নিয়েছে বলে জানায়। এক পর্যায়ে নিজেরাই গৃহবধূর মৃতদেহ টি শোবার ঘরের পাশের কোরিডোরের গ্রীল থেকে নামায়। তারা নিশ্চিত হয় গৃহবধূ মিম মারা গেছে। পরে রাতেই তারা নিহতের বাবার বাড়ি মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত গৃহবধূ উপজেলার আমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের ভাই পলাশ জানান, তিন বছর আগে স্কুলে পড়াকালীন সময়ে মিম এর সাথে সুমনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা গোপনে বিয়ে করে। দুই পরিবারের কেউই বিয়ে মেনে নিতে পারেনি। এক পর্যায়ে গত বছর পরিবার দুটির মধ্যে সমঝোথা হলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে চলন হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে তার (মিমের) বাবা মেয়ের বাড়ি এসেছিলেন। তার পরে রাতে তারা বোনে মৃত্যুর খবর জানতে পারে। পলাশের দাবি, নিহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুমন তার বোনকে হত্যা করে গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে নাটক করেছে।

ঘাতক স্বামী সুমনের বাবা স্কুল শিক্ষক আলতাফ প্রামানিক জানান, তার ছেলের সাথে পুত্র বধূর কোন বিরোধ ছিল না। তবে সামান্য পান থেকে চুন খসলেই মিম নিজে তার হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্লেড দিয়ে কাটত।

খোকসা থানার ওসি তদন্ত ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। কিন্তু তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা বলবেন জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমনকে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া চলছে।

বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্র

0

অপরূপ সৌন্দর্যের এই দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। দেশ-বিদেশের বহু পর্যটক ঘুরে বেড়ানোর জন্য প্রতিবছর ভিড় জমিয়ে থাকেন। প্রাচীন স্থাপনা, পাহাড়ে-আহারে, নদীতে নৌকা ভ্রমণ, সবুজের মাঝে জ্যোৎস্নার খেলা, এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটন স্থান রয়েছে।

 

সেন্টমার্টিন হলো বিশ্বের অন্যতম বড় প্রবাল দ্বীপ। অপূর্ব সুন্দর জায়গা সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপ ডাবের জন্য বিখ্যাত। আপনি সেন্টমার্টিনে পাবেন সুমিষ্ট ডাবের পানি আর শাঁস। এখানে মাছধরাসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে উত্তেজিত করতে পারেন।

 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এর জেলা শহর আর আশপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ।

অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

 

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের এর উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, তাঁর অবস্থা সংকটাপন্ন না হলেও তিনি ভীষণ অস্বস্তিতে ভুগছেন এবং কষ্ট পাচ্ছেন। থেকে থেকে স্মৃতিভ্রমও হচ্ছে। শনিবার বেলা দুইটার দিকে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। পরে আবার তীব্র শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। বিকেল পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। তবে বয়স ও নানা অসুখ এবং অস্বস্তি বিবেচনায় তাঁরা খুবই উদ্বিগ্ন।

গত ২৭ এপ্রিল বরেণ্য এই শিক্ষাবিদকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতা রয়েছে। এর আগেও গত মাসের প্রথম সপ্তাহে একবার তিনি আরেকটি হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স হয়েছে ৮৩ বছর।

খাবারের বস্তা কাঁধে নিয়ে দরিদ্রদের পাশে আফ্রিদি

0

 

দ্রোহ অনলাইন ডেক্স

রুক্ষ পাথুরে প্রান্তর। অনেক দূরে দু-একটা জীর্ণ ঘর। আধুনিক সভ্যতার লেশমাত্র নেই, শুধু বেঁচে থাকাটা লড়াই। এই প্রান্তের লড়াকু মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহীদ আফ্রিদি। খাবারের বস্তা কাঁধে নিয়ে ছুটে গেলেন তাদের পাশে।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানে গরিব-দুঃখী মানুষের সাহায্য করছেন আফ্রিদি। লকডাউনের ফলে খেটে খাওয়া মানুষদের রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। তাদের জন্য ‘ফুড ড্রাইভ’ চালু করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। দেশের নানা এলাকায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন তাদের ঘরে, দিচ্ছেন টাকা-পয়সা।

বেলুচিস্তানের লাসবেলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন আফ্রিদি। খাবারের বস্তা একাই টেনে তাদের মাঝে পৌঁছে ডাক দিতেই ছুটে আসে শিশুরা, বড়রা।

পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল আছে। সে চ্যানেলে বেলুচিস্তানে এই ত্রাণ কার্যক্রমের ভিডিও পোস্ট করেছেন তিনি। আফ্রিদির ভাষায়, ‘পাকিস্তানে সবচেয়ে মানবেতর জীবনয-যাপন করা মানুষের বসবাস বেলুচিস্তানে ।

করোনার প্রার্দুভাব শুরুর পর আফ্রিদি সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধুদের নিয়ে তহবিল গঠন করবেন। এই তহবিল এখন কাজে লাগাচ্ছেন ত্রাণ কার্যক্রমে। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য চাইছেন বিত্তবানদের কাছে।

সাজ সাদিক টুইটারে আফ্রিদির ত্রাণ কার্যক্রমের ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, “কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছিলেন “অন্যের সেবা করে এই পৃথিবীতে নিজের থাকার ভাড়া মেটাতে হয়।”

করোনা চিকিৎসায় আশার আলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের তুলনামূলকভাবে দ্রুত সারিয়ে তুলতে পারে সংক্রমণরোধী তিনটি ওষুধ ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সমন্বিত প্রয়োগের মাধ্যমে। শুক্রবার এ তথ্য হংকংয়ের একদল চিকিৎসক জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাটিতে চিকিৎসকরা লিখেছেন, তারা যে ওষুধগুলোর সমন্বয়ে করোনা রোগীর চিকিৎসার কথা বলছেন তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। তবে এটি চিকিৎসার একটি পদ্ধতি হতে পারে।

বর্তমানে রেমডিসিভির নামের ওষুধকে করোনাভাইরাস চিকিৎসায় অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এ ওষুধটি পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে এখনও। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এ ওষুধটি করোনা চিকিৎসায় ‘কার্যকর’। তবে রেমডিসিভির ওষুধটির সরবরাহ এখনও অত্যন্ত সীমিত।

হংকং বিশ্ববিদ্যালয়ের ডাঃ কোকো-ইয়ুং ইউয়েন ও তার সহকর্মীরা কয়েকটি ওষুধের সমন্বয়ে করোনাভাইরাসের চিকিৎসার বিষয়টি নিয়ে ভাবছিলেন। তারা এইচআইভির ওষুধ রিটোনাভির ও লোপানিভির-এর সঙ্গে সাধারণ সংক্রমণরোধী ওষুধ রিবাভিরিন এবং মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বেটা ইন্টারফেরন-এর সমন্বয় ঘটান।

গবেষকরা এমন রোগীদের বেছে নেন যাদের সবারই সাত দিন আগে (গবেষণার সময় থেকে) করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাদের হালকা থেকে মাঝারি মাত্রায় উপসর্গ ছিল।

ডাঃ ইউয়েনের সহকর্মীরা কিছু রোগীর ওপর শুধু এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত দু’টি ওষুধের প্রয়োগ করেন। বাকিদের ওপর এইচআইভির দু’টি ওষুধসহ সাধারণ সংক্রমণরোধী ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ককটেল প্রয়োগ করা হয়।

যাদের ওপর ককটেল প্রয়োগ করা হয় তারা সাত দিনের মধ্যেই করোনাভাইরাস থেকে সেরে ওঠেন। আর যাদের ওপর শুধু এইচআইভির ওষুধ প্রয়োগ করা হয় তারা ১২ দিন পরও করোনায় আক্রান্ত ছিলেন। তবে এই চিকিৎসায় সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে জানিয়েছেন গবেষকরা।

তারপরও এসব ওষুধের সমন্বয়ে উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতিতে আশা দেখছেন ডাঃ পিটার চিন-হং। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। ডাঃ পিটার বলেন, এই গবেষণার ফল সত্যিই স্বস্তিদায়ক। কারণ গবেষকরা দেখিয়েছেন, রেমডিসিভির ছাড়া অন্য ওষুধও করোনার চিকিৎসায় কাজ করতে পারে।

কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা যাবে

0

 

কুষ্টিয়া প্রতিনিধি

রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটা করতে পারবে সাধারণ মানুষ। তবে প্রত্যেকের মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। একই সাথে দোকানিদেরও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামসহ জেলার বড় শপিং মল ও বিপণিবিতান সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান বা বিপণী বিতান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা যাবে। ক্রেতা ও দোকানীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। পণ্যের গায়ে একদর লেখা থাকলে ভালো হয়। একদর লেখা থাকলেও পণ্যের দাম ক্রেতাদের নাগালে থাকতে হবে। একদর থাকলে পণ্য পছন্দ হলে ক্রেতারা দ্রুত সেটা কিনে দোকান থেকে চলে যেতে পারবে। শপিং মলসহ বিপণী বিতানের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কড়া টহল থাকবে।

সর্বশেষ সংবাদ

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

দ্রোহ অনলাইন ডেস্ক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা...