দ্রোহ অনলাইন ডেস্ক
প্রাণঘাতি করোনার বিস্তার রোধকল্পে দেশব্যাপী চলছে অঘোষিত লক ডাউন। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে শিল্পীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
কর্মহীন শিল্পীদের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সারাদেশের প্রায় পাঁচহাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে।
জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে তালিকা।
ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের দেওয়া তালিকা অনুযায়ী অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।