বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Home Blog Page 686

ঘুর্ণিঝড় আম্পান খুলনা-চট্ট্রগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল পেরোতে পারে

0
Ampan-dro-18-p-3
ঘূর্ণি ঝড় আম্পান। প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের উপকূল পেরোতে পারে।

সোমবার সকালে আবহাওয়াবিদ ডঃ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ আভাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঝড়টি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঈদে গ্রামের বাড়ি যেতে দেয়া হবে না – আইজিপি

0
KHOKSA PIC 17 P 15-compressed
আইজিপি ডঃ বেনজীর আহমেদ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বর্ধিত ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ঈদ উদযাপনের জন্য রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ।

রবিবার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি আরো বলেন, করোনা প্রার্দুরভাব ঠেকাতে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জনগণের সার্বিক কল্যাণের জন্য যে সব নির্দেশনা দিয়েছেন তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সরকার ঘোষিত বর্ধিত ছুটিতে ঈদ উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেনো যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সকল ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তিনি সংশিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এ অনলাইন সভায়।

শৈলকুপায় ভাতিজার হামলায় চাচা খুন

0
pitano-dro-17p-14-compressed
প্রতিকী ছবি।

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপার গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডার জেরে ভাতিজার হামলায় চাচা খুন হয়েছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সাথে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ সময় সুন্নত জোয়ার্দ্দারের ছেলে রজন জোয়ার্দ্দার চাচার উপর হামলা চালায়। এতে নজির জোয়ার্দ্দার (৫৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। নিহত ব্যক্তি মৃত তাছের জোয়ার্দ্দারের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, রোববার সকালে লিচু পাড়াকে কেন্দ্র করে হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সঙ্গে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার সূত্র ধরে হামলায় নজির জোয়াদ্দার আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার প্রস্তুতি চলছে।

কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ থানায় মামলা একজন আটক

0
RAPEST-KUMARKILY-DRO-17-P13-compressed
ধর্ষক কাবিল।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সহয়তার অন্তঃস্বত্তা এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কাবিল (২২) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষিত গৃহবধূর বাবা দাবি করেন, শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল কৌশলে ওই গৃহবধূকে ধর্ষন করে। এ ঘটনার সাথে গৃহবধূর স্বামী সোহেল মল্লিকের জড়িত বলে তিনি দাবি করেন। তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তাং-১৫ মে ২০২০ ইং।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, একমাসের অন্তঃস্বত্তা গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমারখালীর দুস্থদের পাশে ব্যাচ ৯৬’র সতীর্থরা

0
Kumarkhali-Tran-DRO-17P-12-compressed
উদ্যোক্তা সুজয় চাকী। ছবি- দ্রোহ।

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ব্যাচ ৯৬’র সতীর্থদের উদ্যোগে ২২০ জন করোনার প্রার্দুভাবে কর্মহীন অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও দুস্থদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুজয় চাকী, ডাঃ শোয়েবুর রশীদ পলাশ, শিমুল মালিথা, আলমগীর হোসেন ও মেহেদী হাসান। সংগঠনটির উদ্যোগে শনিবারেও দুস্থদের মধ্যে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, তৈল ১ লিটার, পিয়াজ ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও চিনি ১ কেজি ত্রাণ হিসাবে প্রদান করা হয়।

ব্যাচ ৯৬’র সতীর্থদের অন্যতম উদ্যোক্তা সুজয় চাকী জানান, সংগঠনটি এ পর্যন্ত ২২০ জন গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। এ ছাড়াও কুমারখালীর জিজা বাগান এতিম খানায় ৯ হাজার টাকা, ৫ জন দুস্থকে ২৫ হাজার টাকা, ৮ জনকে ২০ হাজার টাকা ও ১৪ জনকে ১৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়ায় আরো দু’জনের করোনা সনাক্ত

0
coronavirus-DRO-17-P11-compressed
করোনার প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ঢাকা ও মুন্সীগঞ্জ ফেরৎ দু’জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনের একজন ২৫ বছরের যুবক ঢাকার গার্মেন্টস কর্মী। তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামে। অপরজন ৪০ বছর বয়সী মুন্সীগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টারীতে কর্মরত বলে জানা গেছে। গ্রামের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ঈদগাহপাড়া এলাকায়।

রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এই দুজনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার গার্মেন্টেস কর্মী ওই যুবক গত ১৪ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। অপরজন মুন্সীগঞ্জ সিমেন্ট ফ্যাক্টারীতে কর্মরত ওই ব্যক্তি গত ১৩ মে গ্রামের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ঈদগাহপাড়ার বাড়িতে আসেন। সিভিল সার্জন জানান, ১৬ মে এদের দুজনেরসহ গত ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করা হলে এই দুজনের রিপোর্ট পজিটিভ আসে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, করোনা সনাক্ত হওয়ার পর রাতেই ওই গার্মেন্টেস কর্মীর বাড়ি এবং আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, রাতেই আক্রান্ত ওই বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুজনই বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় অদ্যাবধি ২৬ জন কোভিড রোগী সনাক্ত হল। এর মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ১১ জন। এ উপজেলায় ঢাকা ফেরৎ দম্পতির সংখ্যা ৩ জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ৩, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তের মধ্যে ১৮ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

লালন মাজারের দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা

0
LALON-DRO-17-P9-compressed
লালন শাহ’র মাজার। ফাইল ছবি

কুমারখালী প্রতিনিধি

বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজারের অস্থায়ী (কাঠের) দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা চালানোর ঘটনায় থানায় জিডি করা হতে পারে।

রবিবার সকালে মাজারের দায়িত্বপ্রাপ্ত খাদেম (প্রধান খাদেমের ছেলে) রিপন ৩টি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক সবাইকে জানান।

খবর পেয়ে লালন মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসকের পক্ষ থেকে থানায় জিডি করা হবে বলে জানা গেছে।

LALON-DRO-17-P10-compressed
দুবৃত্ত্বদের ভাঙ্গা দান বাক্স।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, অনুষ্ঠান চলাকালীন সময়ে মাজারের বিভিন্ন স্থানে অস্থায়ী দান বাক্স (কাঠের তৈরী) স্থাপন করা হয়। আর অনুষ্ঠান শেষে সেগুলো সরিয়ে মাজারের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এই দানবাক্সগুলোর মধ্যে ৩টি দানবাক্সের তালা ভাঙ্গা হয়েছে। কিন্তু সেগুলো দেখে পরিত্যাক্ত মনে হচ্ছে এবং এতে কোন টাকা পয়সা ছিলনা বলে ধারণা করা হচ্ছে।

লালন মাজারের সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সেলিম হক জানান, রবিবার সকালে মাজারের প্রধান খাদেমের ছেলে রিপন কাঠের তৈরী দান বাক্সগুলোর মধ্যে তিনটি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পায়। দানবাক্সের তালা ভেঙ্গে চুরির খবর পেয়ে মাজার কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে মাজারের মুল সিন্ধুকের (আয়রণ) তালা খুলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে।

পাংশায় সামাজিত দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ

0
UNO-PANGSHA-DRO-17-P-9-compressed
ইউএনও পাংশা

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় করোনা পরিস্থিতির নিয়ন্ত্রনে রাখতে স্বাস্থ্য বিধি, সমাজিক দূরত্ব ও ত্রাণ বিতনেরনের সচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনসহ মাঠ প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে।

রবিবার পাংশা বাজারে সামাজিদ দুরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবানীর একটি দল নিয়ে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করে। এ সময় সামাজিক দুরত্ব না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ৫ জনকে ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। ১৯ তারিখ পর্যন্ত পাংশা বাজার খোলা থাকবে।

প্রাণঘাতী করোনার প্রর্দুভাব শুরুর পর থেকে থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয় রক্ষায় নিরলশ কাজ করে চলেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে সরকারের দেওয়া ত্রাণ সুষ্ঠ ভাবে বিতরণের জন্য তদারকিও করে চলেছেন তিনি।

চির নিদ্রায় সুরকার আজাদ রহমান

0
Azad-Rahman-Droho-17-p-6-compressed
আজাদ রহমান। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। (ইন্নাঃ…..উন)

তিনি একবার চলচ্চিত্র সংগীত শিল্পী এবং দুইবার সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

প্রযোজক গাজী কিবরিয়া লিপু বলেন, শনিবার বিকাল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মরদেহ আপাতত শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুর সময় তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না ।

আজাদ রহমান সুরের ছোঁয়ায় অমরত্ব পেয়েছে ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ কালজয়ী অনেক গান। বাংলাদেশে খেয়াল ও শাস্ত্রীয় সংগীত জনপ্রিয় করার পেছনে তার অবদান রয়েছে।

করোনা আক্রান্তের নতুন রেকর্ড ১২৭৩ জন

0
Corona-compressed
করোনার প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১২৭৩ জন ও মৃত্যু হয়েছে ১৪ জনের। এ অব্দি দেশে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮ জনে দাঁড়াল এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, সর্বমোট ৪২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১টি ল্যাব নতুন যুক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে আট হাজার ১১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭৫ হাজার ৪০৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। শেষ ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই...

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...