দ্রোহ অনলাইন ডেস্ক
দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। (ইন্নাঃ…..উন)
তিনি একবার চলচ্চিত্র সংগীত শিল্পী এবং দুইবার সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
প্রযোজক গাজী কিবরিয়া লিপু বলেন, শনিবার বিকাল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তার মরদেহ আপাতত শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুর সময় তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না ।
আজাদ রহমান সুরের ছোঁয়ায় অমরত্ব পেয়েছে ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ কালজয়ী অনেক গান। বাংলাদেশে খেয়াল ও শাস্ত্রীয় সংগীত জনপ্রিয় করার পেছনে তার অবদান রয়েছে।