কুমারখালী প্রতিনিধি
বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজারের অস্থায়ী (কাঠের) দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা চালানোর ঘটনায় থানায় জিডি করা হতে পারে।
রবিবার সকালে মাজারের দায়িত্বপ্রাপ্ত খাদেম (প্রধান খাদেমের ছেলে) রিপন ৩টি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক সবাইকে জানান।
খবর পেয়ে লালন মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসকের পক্ষ থেকে থানায় জিডি করা হবে বলে জানা গেছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, অনুষ্ঠান চলাকালীন সময়ে মাজারের বিভিন্ন স্থানে অস্থায়ী দান বাক্স (কাঠের তৈরী) স্থাপন করা হয়। আর অনুষ্ঠান শেষে সেগুলো সরিয়ে মাজারের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এই দানবাক্সগুলোর মধ্যে ৩টি দানবাক্সের তালা ভাঙ্গা হয়েছে। কিন্তু সেগুলো দেখে পরিত্যাক্ত মনে হচ্ছে এবং এতে কোন টাকা পয়সা ছিলনা বলে ধারণা করা হচ্ছে।
লালন মাজারের সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সেলিম হক জানান, রবিবার সকালে মাজারের প্রধান খাদেমের ছেলে রিপন কাঠের তৈরী দান বাক্সগুলোর মধ্যে তিনটি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পায়। দানবাক্সের তালা ভেঙ্গে চুরির খবর পেয়ে মাজার কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে মাজারের মুল সিন্ধুকের (আয়রণ) তালা খুলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে।