রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Home Blog Page 6

সালিশের রায়ঃ প্রতি বিঘায় কৃষক ক্ষতিপুরণ পাবেন ৭ হাজার টাকা

0

স্টাফ রিপোর্টার

ব্যবসায়ীর পরামশ্যে জমিতে ভুল কৃটনাশক ¯্রে করে ১০ কৃষকের ১২ বিঘা জমির আমন ধান পুড়ে নষ্ট হয়েছে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী বলছেন, ৪ কৃষকের ক্ষতি হয়েছে। বিএনপি নেতারা সালিশী বৈঠকে কৃষককে বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতিপুরণ সাব্যস্ত করেছেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর মধ্যপাড়া ও চাঁদট গ্রামের এসব কৃষককের ২ লাখ টাকার ফসল ক্ষতিগ্রস্থ্য হয়েছে। রবিবার দিন গত রাতে স্থানীয় বিএনপির নেতারা ওই কৃটনাষক ব্যবসায়ীর দোকানে সালিশি বৈঠকের আয়োজন করেন। ক্ষতিগ্রস্থ্য কৃষকদের বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতিপুরণের রায় ঘোষনা করা হয়েছে বলে বিএনপি নেতা ও সালিশের প্রধান কর্তা ঝন্টু বিশ্বাস মুঠো ফোনে স্বীকার করেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, গত সপ্তাহে চাঁদট বাজারের কৃটনাশক ব্যবসায়ী জাহিদ মন্ডলের পরামশ্যে আমন ধানের ক্ষেতে আগাছা নাশক ¯্রে করেন। দু’দিন বাদে ৩ নং ওয়ার্ডের ভবানীপুর মধ্যপাড়ার কৃষক আব্দুল কুদ্দুস, ৬ নং ওয়ার্ড চাঁদট গ্রামের কৃষক আনিস মোল্লা, হামিদুল্লাহ, টুটুল ও রহমত আলী সহ ১০ কৃষকের জমির ধান লাল হয়ে মরতে শুরু করে। ক্ষতিগ্রস্থ্য কৃষকরা ওই কৃটনাশক ব্যবসায়ীর কাছে ছুটে যায়। তারা (ক্ষতিগ্রস্থ্য কৃষকরা) বাদ প্রতিবাদ করলে রবিবার রাতে স্থানীয় বিএনপির নেতা ঝন্টু, নিয়ামত আলী, রেজাউল, আল আমীন, সিয়াম বিশ্বাস ও শহিদুল মাষ্টারের নেতৃতে কৃটনাশক ব্যবসায়ীর দোকানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকেই কৃষকদের ক্ষতিপুরণ হিসেবে বিঘা প্রতি ৭ হাজার টাকা ধার্য করা হয়।

সোমবার সকালে চাঁদট গ্রামের ক্ষতিগ্রস্থ্য কৃষক আব্দুল কুদ্দুসের সাথে তার পুড়ে যাওয়া ধানের জমির আইলে দাড়িয়ে কথা বলা হয়। অসহায়ের মত মারা যাওয়া ধান গাছ তুলে দেখান আর বলেন, “সবই পচে শেষ হয়ে গেছে”।

তার শঙ্কা ‘এ বছর ছেলে মেয়েদের পেট ভড়াবেন কি দিয়ে’। মহাজন অধিক লাভের আশায় তাদের নিন্মমানের ওষুধ দিয়েছেন। নিন্মমানের ওষুধে তার প্রায় দুই বিঘা জমির ধান পুড়ে গেছে। জমির আগাছা মারতে গিয়ে নিজের পরিবারের সদস্য মৃত্যু ঝুঁকিতে ফেলে দিলেন। বিএনপির নেতা সালিশ করেছেন তাই তিনি সহ্য করছেন।

তিনি জানান, ধান আবাদে বিঘা প্রতি এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯ হাজার টাকা। এখন আর তেমন ব্যয় নেই। দুই বিঘা জমির আবাদে ১৮ হাজার টাকার বেশী ব্যয় করেছেন। এই জমিতে তার প্রায় ৩০ মন ধান হতো। যার বাজার মুল্য ৩৫ হাজার টাকা। আর নেতারা সালিশ করে বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতিপুরণ দেওয়ার রায় ঘোষনা করেছেন। তিনি বিচারের ভার ওপড় ওয়ালার কাছে দিয়েছেন।

বর্গা চাষি আনিস মোল্লার জমির মালিক রাসেল হোসেন বলেন, সালিশে যে ক্ষতিপুরণ ধার্য করা হয়েছে তা ধান রোপণের খরচ হয়েছে। এখন জমির মালিক কি নেবে আর বর্গা চাষীকে কি দেবে?

উপজেলা কৃষি অফিসের নিয়েগকৃত সার ও কৃটনাশক ব্যবসায়ী জাহিদ মন্ডল ভূল ওষুধ দিয়েছিলেন বলে স্বীকার করেন। তার ভুলে ৪জন কৃষক ক্ষতিগ্রস্থ্য হয়েছেন দাবি করেন। স্থানীয় নেতাদের মধ্যস্ততায় কৃষকদের বিঘা প্রতি ক্ষতিপুরণ দিতে রাজি হয়েছেন বলেও জানান।

রবিবার রাতে সালিশী বৈঠকের পর বিএনপি নেতা ঝন্টু বিশ্বাস এই প্রতিবেদকে মুঠো ফোনে জানান, এর নিয়ে সংবাদ করার প্রয়োজন নেই। তারা ব্যবসায়ীর ঘরে কৃষকদের সাথে বৈঠক করেছেন। ওই ব্যবসায়ী ভুল বসত “উইডক্লিন” নামের ওষুধের পরিবর্তে “উইডনীল” নামের আগাছা নাশক দিয়েছিলেন। কৃষকদের ক্ষতির পরিমান সালিশী বৈঠকে ধার্যকৃত ক্ষতিপুরনের কয়েক গুন বেশী বলেও স্বীকার করেন এই নেতা।

দম্ভভরে বিএনপি নেতা ঝন্টু বলেন, সালিশে তার দলেই ৫/৬ জন নেতা উপস্থিত ছিল। এখন যেখানে যে সালিশ বৈঠক হচ্ছে তা শুধু বিএনপি নেতারাই করছেন বলেও জানান।

বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর ও আওয়ামী লীগের নেতা ফারুক হোসেন জানান, ভুল কৃটনাষক স্প্রে করে কয়েকজন কৃষক ক্ষতি শিকার হয়েছেন। তিনি ক্ষতিগ্রস্থ্য কৃষকদের নাম পরিচয় নিশ্চিত করেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান বলেন, একজন কৃষক তাকে ফোনে অভিযোগ করে ছিলেন। তার জানা ক্ষতিগ্রস্থ্য কৃষকের সংখ্যা একজন। এটা দোকানির ভুলেই হয়েছে বলেও তিনি স্বীকার করেন। তিনি ওই কৃষকে ক্ষতিপুরণ আদায় করে দেওয়ার জন্য একজন উপ সহকারী কৃষি কমকর্তাকে মৌখিক নিদেশও দিয়েছেন। আগামীতে ওই কৃষককে কৃষি প্রণোদনার আওতায় নেবেন বলেও জানান।

পরে ক্ষতিগ্রস্থ্য কৃষকের প্রকৃত সংখ্যা সম্পর্কে অবগত করা হলে তিনি পরিদর্শন করে বিস্তারিত জানাবেন বলেও জানান।

পাল্টে ফেলা হলো মূল ভবনের নকশা

0

সোয়াশ বছর ধরে শিক্ষার প্রদীপ জ্বেলে রেখেছে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়। মূল ভবনের নকশা পরিবর্তন না করে যুগযগ ধরে প্রভুত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এবারে মূল ভবনের সামনের অংশে গ্রীল লাগানোর ধুয়ো তুলে প্রায় ৭০ ফুট লম্বা করিডোরে হাফ দেওয়াল তুলে আটকে দেওয়া হয়েছে। ফলে একদিকে বিদ্যালয়টির মূল ভবনের নকশা পরিবর্তন হয়ে যাচ্ছে। অন্যদিকে অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ছবিটি তোলা।

বালি ঘাটের হিসাবরক্ষক এক সপ্তাহ ধরে নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

এক সপ্তাহ ধরে নিখোঁজ একটি বালুর ঘাটের হিসাবরক্ষক তালেবুর রহমান টুকু (৫২) এর সন্ধ্যান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই হিসাবক্ষকের ভাই।

রাববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলীসহ স্বজনরা। সেখানে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর নিজ কর্মস্থল নাটোরের লালপুর বালির ঘাট থেকে ফেরার পথে নিখোঁজ হন তালেবুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিখোঁজ হিসাবরক্ষকের বড় ভাই জারমান বলেন, আমার ছোট ভাই তালেবুর মোল্লা ট্রেডার্সের ইজারা নেওয়া বালির ঘাটে হিসাব নিকাশ করতেন। ঘটনার দিন সেখান থেকে নৌকাযোগে রাত সাড়ে ৭ টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। এ সময় তার স্ত্রী নাসিমা খাতুন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,‘আমি কিছুক্ষণের মধ্যে সিএনজিতে বাসায় ফিরব।’ রাত ৭ টা ৫০ মিনিটে সর্বশেষ তার স্বামীর সাথে কথা হয়। তারপর থেকে নিখোঁজ তালেবুর রহমান। স্বজনদের অভিযোগ তালেবুর রহমান টুকু অপহরণের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরদিন ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি জিডি করি। যার জিডি নং ৮৪৭। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমার ভাইয়ের কোনো খবর জানাতে পারেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধু বলছে, তদন্ত চলছে। আসলে তারা কী তদন্ত করছে তা আমরা কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়টি তদন্ত করছেন ভেড়ামারা থানার এস আই নাজমুল হোসেন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তদন্ত কাজ এগিয়ে চলছে। তবে এখনো পর্যন্ত আশানুরূপ ভালো কোনো ক্লু হাতে আসেনি।

বজ্রপাতে শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু

0

কুষ্টিযা প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)। এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরও একজন আহত হয়ে চিকিৎসাধিন রয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে মুমুর্ষ অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাত ঘটে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মকবুল হোসেনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন বলেন, শনিবার দুপুরে বজ্রপাতে নিহত দুইজনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের কোন চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি। কারণ হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন নামে এক স্ট্রোকের রোগীকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রীছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে।

অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ বলেন, ‘রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।’

রোগীর স্বজন জালাল বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে মানা করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।’

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদরোগ জনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, ‘ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।’

রাস্তার খানাখন্দের পানিতে শিশুদের বই ও টিফিন নষ্ট হয়

0

স্টাফ রিপোর্টার

রাস্তা গুলোর মাপজোক হয়, প্রকল্প তৈরী হয়, টেন্ডার কমিটিতেও ফাইল পাঠানো হয় কিন্তু টেন্ডার আর হয় না। ফলে পৌর এলাকার স্কুলগামী কয়েক হাজার শিশু ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমেনা। অপরটি দুই কিলোমিটার মাটির রাস্তা কাঁদা পানিতে ডুবে থাকায় দু’শ পরিবারের লোক বর্ষার তিনমাস মসজিদে নামাজে যেতে পারে না। উৎপাদিত কৃষি পন্যও বাজারে নিতে পারে না। একটি রাস্তার ব্রিজ ভেঙ্গে রেখে পালিয়ে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তিন গ্রামের বাসিন্দারদের ৫/৬ কিলোমিটার ঘুরে নিকটবর্তী হাটবাজ ও চিকিৎসার নিতে যেতে হয়।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌর এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের ঢাকা রোড থেকে আশার মোড় পর্যন্ত পাকা রাস্তাটি ৭১৫ মিটার দীর্ঘ। মেরামতের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই গর্ত গুলোতে কমর পর্যন্ত পানি জমে যায়। অথচ এই রাস্তায় রয়েছে সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, একাধিক শিশু বিদ্যালয় ও মাদ্রাসা। এ ছাড়া একটি সরকারী কলেজ ও বালিকা বিদ্যালয়ের কয়েক হাজার সাধারণ ছাত্র-ছাত্রীরা বাইপাস সড়ক হিসেবে এটি ব্যবহার করে থাকে। কিন্তু বৃষ্টির মৌসুমে রাস্তা জুড়ে পানি আর কাদায় একাকার হয়ে যায়। শুষ্ক মৌসুমে একই ভারে ধুলাবালি আর খানাখন্দে শিশুদের চলাচলের অনুপোযোগী হয়ে থাকে রাস্তাটি।

উপজেলা সদরে থেকে ৬ কিলোমিটার দূরের হাওড় নদী পারের বেতবাড়িয়া ইউনিয়নের বহরমপুর গ্রাম। গ্রামের মসজিদ থেকে একতারপুর হাট পর্যন্ত ২ কিলোমিটার মাটির রাস্তা। এ রাস্তার মাঝখানে রহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষায় কাঁদা পানিতে বেশির ভাগ শিশু শিক্ষার্থী স্কুলে যেতে পারেনা। এলাকাসীর অভিযোগ রাস্তাটি পাকা করার জন্য ইঞ্জিনিয়ার অফিসের লোকেরা কম পক্ষে ৫০ বার মেপেছেন। গ্রামের দুই পাশ দিয়ে পাকা রাস্তা রয়েছে। বর্ষা মৌসুমে সে রাস্তা পর্যন্ত পৌছাতে হলে ছোট খাটো একটি যুদ্ধ করতে হয়। খুব বিপদে না পরলে কেউ ঘর থেকে নামতে চান না। কাঁদা পানি ভয়ে গ্রামের একমাত্র মসজিদে সন্ধ্যা ও রাতের ওয়াক্তেয় নামাজে যেতে পারেন না নামাজিরা। বর্ষায় গ্রামে ছেলে মেয়ের বিয়ে হয় না। অসুস্থ্য ও প্রসুতি নিয়ে পরতে হয় বিপদে। হয়, হাতা সিং (কোলে করে) অথবা রোগীকে বাধ্য হয়ে হাটিয়ে নেওয়া হয়। সম্প্রতি গ্রামবাসীরা চাঁদা তুলে প্রায় ২০ ট্রাক বালি মাটি ফেলে রাস্তা ঠিক করেছেন।

আমবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোসাডাঙ্গী মোল্লাপাড়া গ্রামটির একমাত্র রাস্তার কালভাটটি ভেঙ্গে গেছে। অপর দিকে সংস্কারের না করায় রাস্তাটিরও বেহাল অবস্থা। যানবাহনতো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। গত কয়েক সপ্তাহ আগেও রাস্তাটি মেরামতের জন্য প্রকৌশল অধিদপ্তর মাপ-জোক করেছে। খোজ নিয়ে জানাগেছে রাস্তা ও কালভাটটি সংস্কারের জন্য এডিবি বা অন্যকোন প্রকল্পে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

জানিপুর ইউনিয়নের দশকাহুনিয়া থেকে বসোয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গ্রামীন পাকা রাস্তার দুইটি ব্রিজ পুণঃ নির্মানের জন্য ২১-২২ অর্থবছরে টেন্ডার হয়। স্বজল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার বাগিয়ে নেয়। প্রায় প্রায় ১ বছর আগে রবি মেম্বরের বাড়ির পাশের ব্রিজটি ভাঙ্গা হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক আর আসেনি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে কয়েকটি গ্রামের কয়েক হাজার লোকে। প্রায় ৫/৭ কিলোমিটার ঘুরে নিকটবর্তী একতারপুর হাট ও বিদ্যালয়ে যেতে হয়।

খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী নওরিন, কথা, কুয়াসা আক্তার, রেহা ওরাও প্রতিবছর শুনে আসছে অল্প দিতে রাস্তা হবে। তারা ৫ বছর পড়ছে কিন্তু রাস্তা আর ভালো হযনি। তাদের ক্লাসের অনেক বন্ধু বান্ধবি রাস্তার গর্তে পরে বই ব্যাগ টিফিনের খাবার নষ্ট করেছে। তারাও রাস্তার কষ্ট থেকে মুক্তি চায়।

বহরম পুরের বৃদ্ধ শুকুর আলী জানান, প্রতি বছরই মেম্বর চেয়ারম্যানরা বলে এই মাপার পর রাস্তার কাজ শুরু হবে। আর হয় না। বাধ্য হয়ে এ বছর গ্রামের ভ্যান চালক থেকে কৃষক, চাকুরে ছেলে মেয়ে ৫০০ থেকে ২ হাজার পর্যন্ত টাকা দিয়ে রাস্তায় ২০ ট্রাক বালু মাটি ফেলেছেন।

দশকাহুনিয়া গ্রামের মিশোন সরকার। পাশের উপজেলা পাংশার কলিমহরের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। সে জানায়, ব্রিজটি ভাঙ্গার পর তাকে প্রায় ৬ কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে যেতে হয়। তারা দ্রæত ব্রিজটি নির্মানের দাবি করেন।

উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও আমজাদ হোসেন বলেন, ঢাকা রোড থেকে আশা মোড় পর্যন্ত ৭১৫ মিটার রাস্তাটি এবারেও জিওবি প্রকল্পের জন্য পাঠানো হয়েছে। অন্য ব্রিজ দুটির ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন টেন্ডারের দেওয়ার জন্য একাধিক বার চিঠি দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে উপজেলার সদরের স্কুল পাড়ার রাস্তা ও ব্রিজের প্রকল্প অনুমোদন হবে বলে আশা করছেন। বহরমপুর ও গোসাই ডাঙ্গীর রাস্তা সম্পর্কে তাদের জানা নেই।

বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জমির উদ্দিন জানান, বহরমপুরের রাস্তাটির আইডি ছিলো না। গত সরকারের সময়ে আইডি ভুক্ত করা হয়েছে। আগামীতে অর্থ বরাদ্দ আসলে কাজ হবে।

খোকসা সভার প্রশাসক ও উপসহকারী ভূমি কর্মকর্তা রেসমা খাতুনের সাথে কথা বলার জন্য ফোন দেওয়া হয়। তিনি ফোন ধরেন নি।

উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। কিন্তু তিনি রিসিভ করেন নি।

খোকসায় সুদমুক্ত সমিতি গঠন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সুদমুক্ত সমিতি গঠন করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সমিতির খোকসা কার্যালয়ে পরামর্শ সভা এবং দশ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়। ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই সমিতির নামকরন করা হয়েছে “খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি”।

উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজকে সুদমুক্ত করতে এই সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সবাই মিলে মানুষদের সুদ থেকে মুক্ত করতে চাই। বর্তমানে বেশিরভাগ মানুষই সুদের সাথে সম্পৃক্ত। তাদের সুদমক্তির এই যাত্রা ইহকালে এবং পরকালেও সুফল বয়ে আনবে।

খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি’র ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব হোসেন শাওন বলেন, বর্তমানে পুরো দেশটাই সুদের কবলে নিমজ্জ্বিত। সুদের আশি প্রকার গুনাহের মধ্যে সর্বনি¤œ গুনাহ হলো মায়ের সাথে যেনা করার মত অপরাধ এছাড়াও সুদী কারবারিদের সাথে আল্লাহ এবং রাসুল যুদ্ধ ঘোষনা করেছেন। তাই আমরা দেশকে সুদমুক্ত করতে চাই। এটা আমাদের ইমানী দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা খোকসাতে কাজ করছি। খোকসা ছাড়াও কুষ্টিয়া সদর এবং ও রাজবাড়ীতেও আমাদের কার্যক্রম চলমান। ধীরে ধীরে আমরা সারা বাংলাদেশ থেকে সুদ মুক্ত করবো ইনশাল্লাহ।

উক্ত কমিটিতে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম এবং সেক্রেটারি পদে রাজিব হোসেন শাওন নাম প্রস্তাবনা করা হলে সবার সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মোঃ আসাদুজ্জামান, লিমা পারভিন, ইসরাত জাহান, মোঃ লুৎফর রহমান, মোছাঃ শারমিন খাতুন, মোছাঃ আলেয়া খাতুন, মোঃ জাহিদ হাসান ও শামিম রেজা সবুজ।

উল্লেখ্য, ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা ইসলামিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে সুদমুক্ত করণে বিশেষ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ তের বছর গবেষনা করে ইসলামিক আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন। তারই ধারাবাহিকতায় খোকসাতে গঠন করা হয়েছে “ খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি”।

ঢ্যাপ ও শৈশব

0

বিলের পানি কমতে শুরু করলেই শাপলা ফুলের ফল ঢ্যাপ সংগ্রহে মাতে গ্রামের শিশুরা। শুক্রবার স্কুল ছুটি। তাই সুযোগ পেয়েছে শিশুরা। দল বেধে ওরা বাড়ির পাশের বিলে নেমেছিল ঢ্যাপের ফল সংগ্রেহে। ঢ্যাপ নিয়ে দল বেধে শিশুরা বাড়ি ফিরছে। কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের রহরম পুর থেকে শুক্রবার দুপুরে ছবিটি তোলা।

কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে – প্রধান উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজানের আগে ফেব্রæয়ারির শুরুতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, কিছু মহল এখনো ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন নিশ্চিত করতে অটল রয়েছে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের (এমইপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সাধারণ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এ অবস্থান স্পষ্ট করেন তিনি। বৈঠক শেষে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এরই মধ্যে সাধারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। রমজানের আগেই ফেব্রæয়ারির শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বিরতির পর কোথাও তিন দশকেরও বেশি সময় পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় সাধারণ জনগণ, বিশেষত তরুণদের মধ্যে (ভোট নিয়ে) আগ্রহ বাড়ছে।’

প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর। যদিও কিছু মহল এখনো ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন নিশ্চিত করতে অটল।

তিনি বলেন, তরুণ ভোটাররা এবার রেকর্ডসংখ্যায় ভোটকেন্দ্রে যাবেন। কারণ, দীর্ঘ ১৫ বছর পর অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন।

ড. ইউনূস বলেন, ফেব্রæয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে। এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। জাতির নতুন যাত্রা শুরু হবে।

ঘণ্টাব্যাপী বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা আগামী জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেন এবং বর্তমান সরকারের গত ১৪ মাসের ‘অসাধারণ’ প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে একজন ডাচ এমইপি বলেন, বাংলাদেশ হয়তো এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে ঘটনাপ্রবাহ সঠিক পথে এগোচ্ছে।

প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি অর্থায়নের আহŸান জানান। বিশেষত তিনি স¤প্রতি তহবিল সংকটে বন্ধ হওয়া ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সহায়তার অনুরোধ জানান।

ড. ইউনূসের বিশেষ দূত লতিফ সিদ্দিকী বৈঠকে অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার উদ্যোগগুলো তুলে ধরে বলেন, এসব পদক্ষেপ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৫ বসতঘর

0

কুমারখালী সংবাদ দাতা

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের উত্তর ভবানিপুর গ্রামে শাহিন আলমের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে ঘরগুলোতে আগুন দ্রæত ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে একটি হিরো হোন্ডা মটরসাইকেল পুড়ে যায়। এ ছাড়া তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমারখালী ফায়ার সার্ভিসের সাব-অফিসার, শ্রী ইন্দ্র প্রসাদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫ টি বসতঘর পুড়ে যায়।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

দ্রোহ অনলাইন ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত ও একজন...

দৌলতপুর দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে বর্তমান "গিট্টু সোহাগ ও টুকু" এবং প্রয়াত লালচাঁদ বাহিনীর আতংকে অতিষ্ঠ জনগন ও জমি এবং বাথানের গরু মালিকরা। ফিলিপনগর ইউনিয়নের...

বর্ণ খেলা

বর্ণ ভুল করলেই হতে হবে “গাঁধা”। তাকেই খাটতে হবে। বিপক্ষের লেলোয়ারদের তার বলা বর্ণ দিয়ে তৈরী শব্দ বলতে বলতে যেতে হবে অন্য কোটে। সেখান...

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ...

কুমারখালীতে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে আটক পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে...