মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Home Blog Page 18

মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের একটি আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময় সড়কের দুই ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে আ’লীগ নেতা ঠিকাদার মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচÐ কালো ধোঁয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটে। রান্না করা খাবারের মধ্যে কালো ধোঁয়ার ময়লা-আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন – জুতা চুরি নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

জুতা চুরি নিয়ে সংঘর্ষে আহত ১০

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে মসজিদে জুতা চুরি নিয়ে দুইদল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধাবার রাতে তারাবীর নামাজের পর এই সংঘর্রে ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। আহদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, দিগনগর ইউনিয়নের গোকুলনগ গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের সমর্থকদের জুতা ও সেন্ডেল রহস্যজনক ভাবে হারাতে থাকে। বুধবার রাতেও একই ঘটনা ঘটলে নামাজ শেষে মালেক সমর্থক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঘর্ষে নজরুল ইসলাম, সুজন বিশ^াস, উত্তম বিশ^াস ও রিপন বিশ^াসসহ ১০ ব্যক্তি আহত হয়।

আরও পড়ুন – আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা শহীদ আবারার ফাহাদ – যুব ও ক্রীড়া উপদেষ্টা

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজ খুব সম্ভব কুকুর খেলার ছলে সেন্ডেল নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেক পক্ষের দোষারোপ কতে থাকে। যা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়েন্ত্রনে নিয়ে আসে।

আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা শহীদ আবারার ফাহাদ – যুব ও ক্রীড়া উপদেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটি জার্নি বলে মন্তব্য করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ একটি নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন। তাঁকে সামনে রেখে আমরা সেই লড়াইটাকে চালু রাখতে চেয়েছি। আবরার ফাহাদ শুধু একটা নাম না। আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটি জার্নি। সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান।

বৃহস্পতিবার (০৬ মার্চ) ১২টার দিকে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণেরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের কাছ থেকে। আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁপিয়ে পড়েছে রাজপথে। অবশেষে আমরা আগগ্রসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। জুলাই গণ অভ্যুত্থানের সহস্্র শহীদ এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে উপদেষ্টা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে,আগ্রাসন বিরোধী সংগ্রামে আবরার ফাহাদসহ আরো যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ ও ভবিষ্যত প্রজন্ম মনে রাখবে। সেইজন্য কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়েছে।

এছাড়াও সারাদেশে আরো যতো সরকারী স্থাপনা আছে আমরা সেখানে আত্মত্যাগকারী বীরদের,শহীদদের স্মরণ করার জন্য তাদের নামে নামকরণ করবো। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী সরকার আবরার ফাহাদের স্মৃতি মুছে দিতে চেয়েছিল। তারা কোন সংবাদ করতে দিত না, কর্মসূচী পালন করতে দিতো না। কর্মসূচী পালন করতে গেলে সেখানে হামলা হতো। জেল, জুলুমের শিকার হতে হতো।

তিনি বলেন, যারা আত্মত্যাগ করে তাদের নাম মুছে ফেলা যায়না। এটি আবারও প্রমাণিত হলো। ২৪’এর গণ অভ্যুত্থানের পর এখন বাংলাদেশের প্রতিটি মানুষ আবরার ফাহাদকে স্মরণ করে। আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে থাকেন শহীদ আবারার ফাহাদ।

আসিফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ শাহাদাতের পর সেদিন সকালে যখন আমাদের কাছে খবরটা পৌঁছয়। তখন থমথমে পরিবেশ, কিছু করলেই ছাত্রলীগের হামলা, পুলিশ গ্রেপ্তার করতো। তখন আমরা কোনোকিছু না ভেবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচি ঘোষণা করি। সেদিন প্রচন্ড বৃষ্টির মধ্যে সবাই ভিজে মিছিলে অংশগ্রহণ করি। তারপর খুনিদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলাম ও জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের বাবা মো.বরকত উল্লাহ।

আরও পড়ুন – সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামে যান। সেখানে তিনি সকাল ১১টা ৫ মিনিটে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন।
এদিকে দুপুর দুইটায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

0

রাজবাড়ী প্রতিনিধি

ভ্যান চালক রেজাউল ইসলাম (২২)। প্রাথমিকের গন্ডিও পার হতে পারেননি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে জেগে তার। ইতোমধ্যেই একটি অনলাইন নিউজ পোর্টালের নিয়োগপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করেছেন তিনি। সেই নিউজ পোর্টালটি তাকে ‘বিশেষ প্রতিনিধি’ পদমর্যাদা দিয়েছে।

লাভজনক ভেবে নেওয়া পদটি রেজাউলের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। সাংবাদিকতা করবেন না জানিয়ে ওই অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে পাঠিয়েছেন আইনি নোটিশ।

মঙ্গলবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. নাজমুল হক লিটনের মাধ্যমে দেনিক দেশ বুলেটিন নামক ওই অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। রেজাউল ইসলাম পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের কাসেম মন্ডলের ছেলে।

আইনি নোটিশে আইনজীবী মো. নাজমুল হক লিটন বলেন, আমার মক্কেল একজন গরিব ভ্যান-রিকশাচালক। গত ২৪ ফেব্রæয়ারি সহজ সরল মনে না বুঝিয়া একটি সাংবাদিক নিয়োগ ফরমে নাম লিখে দেয়। এর পরিপ্রেক্ষিতে আপনি দৈনিক দেশ বুলেটিন এর পক্ষে একটি নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করেন।

আমার মক্কেল সাংবাদিক হবার মতো কোনো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা নেই। উক্ত কারণে আপনাকে জানানো যাইতেছে যে, আমার মক্কেল উক্ত দৈনিক দেশ বুলেটিন নামক পত্রিকার সাংবাদিক হতে ইচ্ছুক নহে।

জানা গেছে, দৈনিক দেশ বুলেটিন নামক অনলাইন নিউজ পোর্টাল গত ২৪ ফেব্রæয়ারি ভ্যানচালক রেজাউল ইসলামকে বিশেষ প্রতিনিধি (রাজবাড়ী) পদবী দিয়ে একটি নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে। নিয়োগপত্রে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে বিশেষ প্রতিনিধি রাজবাড়ী এর সংবাদ পাঠানো অনুমতি দেওয়া হলো।

আপনার নিউজ লেখার মান, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিষয়ে দক্ষতা, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতা পর্যবেক্ষন করা হবে। ২৪ ফেব্রæয়ারি ২০২৫ হতে আপনি বিশেষ প্রতিনিধি রাজবাড়ী এর চলতি ঘটনাবলিসহ অন্য যে কোনো ধরনের নিউজ পাঠাতে পারবেন।

ওই নিয়োগপত্র ও পরিচয়পত্রের ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নিজেই নিজেকে অভিনন্দন জানান রেজাউল। বিষয়টি নিয়ে ফেসবুকে নানা সমালোচনা তৈরি হয়। ভ্যানচালক হঠাৎ করে কিভাবে সাংবাদিক হয়ে গেল এমন মন্তব্যও করেন অনেকে। এরপর বিভিন্নস্থান থেকে ফোন আসতে শুরু করে রেজাউলের কাছে।

রেজাউল বলেন, আমি দেশ বুলেটে (দেশ বুলেটিন নামটি উচ্চারণ করতে পারেননি তিনি) ইন্টারভিউ দিছিলাম। এহন বিভিন্নজন আমার ফোন করতেছে। আমিকি ইন্টারভিউ দিয়ে মামলা খায়া গ্যালাম নাকি। আমার মাথা হ্যাং হয়া গিছে। আমি একজন ছোটলোক (ছোট মানুষ)। আমি বিশেষ ্রপতিনিধি কি বুঝি না।

আমার আপন চাচতো ভাই এএসটিভি লাইভের (একটি ফেসবুক পেজ) প্রতিষ্ঠাতা পরিচালক। তার সাথে থাইক্যা আমি কিছুডা কিছুডা কাজ শিখছি। তারপর দেশ বুলেটে ইন্টারভিউ দিছিলাম। এহনতো দেখতিছি বিপদে পইড়্যা গেলাম।

আরও পড়ুন – পাঠশালা

আইনি নোটিশ পাঠানোর বিষয়ে রেজাউল বলেন, আমি উকিল নোটিশ পাঠা দিছি। আমি আর সাংবাদিকতা করবো না।

বিষয়টি নিয়ে কথা বলতে দেশ বুলেটিনের ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

পাঠশালা

0

পাঠ অভ্যাস ও পাঠক সৃষ্টির লক্ষে রমজান মাসের শুরু দিন থেকে ভ্রাম্যমান পাঠশালা চালু করেছে একটি পাঠাগার। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বই পড়তে আসছেন পাঠক পাঠিকারা। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ভ্রাম্যমান পাঠশালার ছবিটি বৃহস্পতিবার তোলা।

আরও পড়ুন – মারা যাচ্ছে পরিযায়ী পাখিরা

আরও পড়ুন – খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর দায়ে ২ লাখ টাকা জরিমানা

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর দায়ে ২ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরীরকারখানা সহ তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা জরিমান করেছে। নকল আখের গুড় তৈরীর কারখানও বন্ধের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন খোকসা পৌর বাজারে দ্বিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরী কারখানায় অভিযান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানে অস্বাস্থ্য কর পরিবেশে গুড় তৈরী ও গুড়ের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলাপোকা পায়। ভ্রাম্যমান আদালত গুড় তৈরী প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গুড় উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।

এ দিন সকালে খোকসা উপজেলা সদরের মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদ ছাড়া খাদ্য সামগ্রী উৎপাদনের প্রমান পাওয়ায় আদালত এই প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ওজনে কম দেওয়ায় শহীদ বরকত ফিলিং ষ্টেশনের মালিক আনোয়ার খানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে তিনটি ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় প্রতিদিন কয়েক হাজার মন আখের ভেজাল গুড় তৈরী করা হয়। প্রতি বছর বিশেষ করে রমজান মাস এলেই এসব প্রতিষ্ঠানে অভিযান করে জরিমানা আদায় করা হয়। আবার অনেকবার কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয় হয়েছে। কিন্তু অদৃশ্য শক্তি বলে আবার এসব প্রতিষ্ঠান সারা বছর হাজার হাজার মন গুড় উৎপাদন করে বাজার জাত করছে।

এসব ব্যবসায়ীরা ভারত থেকে গো খাদ্য চিটা গুড় আমদানি করে। আমদানী করা গো খাদ্যের সাথে চিনি ও কিছু আখের গুড় জাল দিয়ে ভেজাল গুড় তৈরী করে বাজার জাত বলে অভিযোগ রয়েছে।

আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর ৪৩.৫৩ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা ও গুড় উৎপাদনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে দ্বিলীপ বিশ্বাসকে জরিমানা ও তার গুড়ের কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মারা যাচ্ছে পরিযায়ী পাখিরা

0

বিলে তলদেশের অধিকাংশ জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ফলে পরিযায়ী পাখিদের খাদ্য সংকট দেখা দিয়েছে। খাবারের খোঁজে ধানের জমিতে নামছে পাখিরা। আর এখানেই ঘটছে বিপত্তি। কীটনাষক ছিটানো জমির খাবার খেয়ে অনেক পাখির মারাও যাচ্ছে। কুমারখালীর সীমান্তবর্তী করাতকান্দি’র বিল থেকে পরিযায়ী পাখিদের ছবি গুলো বুধবার তোলা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

আরও পড়ুন – কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে পবিত্র রমজান মাসে বিনামূল্যের বাজার কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারের মাঝে বাজার তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে প্রায় ৪শত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রমযানের এই ফ্রি বাজার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী পৌরসভার আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস মধু, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল হালিম।

কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় হতদরিদ্র ব্যক্তিরা বিনামূল্যে চাল তেল আলু মশুর ডাল লবন ছোলা মুড়ি গ্রহণ করেন।

এর আগের দিন সোমবার খোকসা সরকারী কলেজ মাঠে খোকসা উপজেলার দেড় শত পরিবারের মাঝেও এই ফ্রি বাজার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি ছিলেন খোকসা থানা অফিসার্স ইনচার্জ মাইনুল ইসলাম।

আরও পড়ুন – কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রসঙ্গত গত রমজান মাসেও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে ফ্রী বাজার কর্মসূচির মাধ্যমে প্রায় চারশ অসহায় পরিবারের মাঝে বাজার তুলে দেওয়া হয়েছিল।

কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার সকালে জেলা গণঅধিকার পরিষদের আরাপপুর এলাকার আঞ্চলিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ, সেই কোটা ব্যবস্থা আবারও চালু করা হলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে।

আরও পড়ুন – বাবা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর।

বাবা

0

“না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে……..” এমনই উভয় সংকটে থাকেন বাবা। শিশু কন্যা আমেনাকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন বাবা আলামিন। বাবার রিকসার ছিটে বসে বসন্তের বাতাসে শিশুটির ঘুম পাচ্ছে। তাই তাকে কোলে নিয়ে রিকসা চালিয়ে গন্তবে ফিরছেন বাবা। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনি পাড়া এলাকা থেকে মঙ্গলবার ছবিটি তোলা।

আরও পড়ুন – ফেরিওয়ালা

আরও পড়ুন – বিএনপি নেতার ক্লিনিক সিলগালা, জরিমানা

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দ্রোহ অনলাইন ডেস্ক ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার ভ্যাটিকানের...

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

দ্রোহ অনলাইন ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রোন শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লক) করেছে নির্বাচন কমিশনের...

কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকূপার দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা-কুষ্টিয়া...

খোকসার বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে বাকযুদ্ধে সক্রিয়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির নেতাদের পাল্টা-পাল্টি শো ডাউন ও সংবাদ সম্মেলনে দেওয়া উষ্কানী মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এসব বক্তব্যে ৫...

অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে

ঝিনাইদহ প্রতিনিধি আরশাদ আলীর দুই চোখই অন্ধ। ৬ বছে বয়সে গুটি বসন্ত রোগে চোখের আলো হারান তিনি। অন্ধত্ব রুখতে পারেনি আরশাদ আলীকে। জীবনযাপনে সাময়িক প্রতিবন্ধকতা...