স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরীরকারখানা সহ তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা জরিমান করেছে। নকল আখের গুড় তৈরীর কারখানও বন্ধের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন খোকসা পৌর বাজারে দ্বিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরী কারখানায় অভিযান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানে অস্বাস্থ্য কর পরিবেশে গুড় তৈরী ও গুড়ের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলাপোকা পায়। ভ্রাম্যমান আদালত গুড় তৈরী প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গুড় উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।
এ দিন সকালে খোকসা উপজেলা সদরের মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদ ছাড়া খাদ্য সামগ্রী উৎপাদনের প্রমান পাওয়ায় আদালত এই প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ওজনে কম দেওয়ায় শহীদ বরকত ফিলিং ষ্টেশনের মালিক আনোয়ার খানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে তিনটি ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় প্রতিদিন কয়েক হাজার মন আখের ভেজাল গুড় তৈরী করা হয়। প্রতি বছর বিশেষ করে রমজান মাস এলেই এসব প্রতিষ্ঠানে অভিযান করে জরিমানা আদায় করা হয়। আবার অনেকবার কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয় হয়েছে। কিন্তু অদৃশ্য শক্তি বলে আবার এসব প্রতিষ্ঠান সারা বছর হাজার হাজার মন গুড় উৎপাদন করে বাজার জাত করছে।
এসব ব্যবসায়ীরা ভারত থেকে গো খাদ্য চিটা গুড় আমদানি করে। আমদানী করা গো খাদ্যের সাথে চিনি ও কিছু আখের গুড় জাল দিয়ে ভেজাল গুড় তৈরী করে বাজার জাত বলে অভিযোগ রয়েছে।
আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর ৪৩.৫৩ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা ও গুড় উৎপাদনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
আরও পড়ুন – কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে দ্বিলীপ বিশ্বাসকে জরিমানা ও তার গুড়ের কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।