বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Home Blog Page 28

লালন শাহ সেতুর ওপর দুর্ঘটনার ট্রাকের হেলপার নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী(হেলপার) ছিলেন।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হলেন চালক নাহিদ (৩১),হেলপার রাজু (২৫) অপর গাড়ির চালক রবিউল(৩৩)।

এস আই তুহিন হোসেন বলেন, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

আরও পড়ুন –  কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালীতে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর বালুর ঘাটে ফাঁকা গুলি ছুঁড়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দিইসু রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা বালুরঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্র শর্টগানসহ ৮-১০ জন এসে দশ মিনিটের মধ্যে অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় দেড় লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছে। এতে আতঙ্কিত এলাকার মান্ষু।

এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গড়াই নদীর ধার দিয়ে তিনটে মোটরসাইকেল অন্তত ৮-১০ জন ডাকাত অস্ত্রসহ আসে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। পরবর্তীতে দোকান বন্ধু করে বালুরঘাট এলাকা দিয়ে বাড়িতে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন ওষুধ ব্যবসায়ী তরুণ কাজী (৩০)। তিনি ওই এলাকার শহীদ কাজীর ছেলে। তার কাছ থেকে ৩০ হাজার ৭০০ টাকা লুটে নেয় ডাকাতরা। তারপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে মহাসড়ক দিয়ে দ্রæত কুমারখালী শহরের দিকে চলে যায় ডাকাতরা।

জিলাপীতলা মোড়ের মুদি দোকানী আব্দুল জলিল বলেন, তিনটে মোটরসাইকেলে কিছু লোক প্রথমে বালুরঘাটে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এরপর জিলাপীতলা মোড়ে আরো ৭ থেকে ৮ টা গুলি করতে করতে কুষ্টিয়ার দিকে চলে যায়। গুলির শব্দে এখন আতঙ্কিত মানুষ।
বালুর ঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, প্রায় দুই কোটি ১০ লাখ টাকায় পাউবো থেকে জিলাপীতলা বালুরঘাট ইজারা নেওয়া হয়েছে। তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯ জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সেসময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে দ্রæত চলে যায়। যাওয়ার সময় ডাকাতরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তরুণ কাজীর মা পারুল খাতুন বলেন, ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে ডাকাতরা অস্ত্র ধরে পথ অবরোধ করে এবং পকেটে থাকা ৩০ হাজার ৭০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। আমরা রাতেই থানায় বিষয়টি জানিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক গড়াই নদীপাড়ের বাসিন্দারা বলেন, প্রথমবারের মতো এলাকায় গুলি ও ডাকাতির ঘটনা ঘটেছে। আতঙ্কে কেউ রাতে ঘুমায়নি। পুলিশের নজরদারি বাড়নোর দাবি জানান তারা।

আরও পড়ুন – কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গুলি ও ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর বিরুদ্ধে সাথি খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের ইটভাটা শ্রমিক মো. ডসমান্ত’র (৩০) স্ত্রী। এছাড়াও একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে।

স্বজনদের দাবি পরকীয়া প্রেমের জেরে ঘাতক স্বামী সিমান্ত তার স্ত্রী সাথি খাতুনকে রাতভর পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় আট বছর আগে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সিমান্র সঙ্গে সাথি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির নাহিদ (৬) বছর ও আফসানা (৪ মাস) নামের দুটি সন্তান রয়েছে। তবুও প্রায় এক বছর পূর্বে সিমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সমস্যার সমাধানে পারিবারিকভাবে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। প্রায় সাতদিন আগে পরকীয়া প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্যে সিমান্তকে ৯০ হাজার টাকা দেন শ্বশুর মনছুর। তারপরও রবিবার পরকীয়া প্রেমিকাকে নিয়ে দিনভর ঘুরাফেরা করেন সিমান্ত। রাতে সাথি খাতুন তার স্বামীর কাছে প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরির বিষয়টি জানতে চান। তখন সিমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। পরে সাথির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুমারখালী থানা চত্বরে ভ্যানের ওপর রাখা হয়েছে বিথির প্যাকেট করা মরদেহ। ভ্যান ঘিরে স্বজনরা আহাজারি করছেন।

এসময় বিথির শিশু ছেলে নাহিদ বলে, মাকে আমার বাবা লাঠি দিয়ে মারেছে। ব্লেড দিয়ে হা-পাঁ কাটেছে।

সাথির বড় ভাই সবুজ বলেন, খালাতো বোনের সঙ্গে সিমান্তর পরকীয়া প্রেম ছিল। একাধিকবার সালিস হয়েছে এনিয়ে। গত সপ্তাহে ৯০ হাজার টাকাও দিছি মিটমাটের জন্য। তবুও রবিবার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিছিল। সে খবর জানতে গেলে সিমান্ত আমার বোনকে পিটিয়ে ও বেøড দিয়ে কেটে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে। আমি অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। থানায় মামলা করব।

আরও পড়ুরন – কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

নিহত ব্যক্তির শরীরে একাধিক স্থানে আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক বিএনপি নেতা মারা গেছেন।

সোমবার রাত দিনগত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ওই বিএনপি নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এছাড়াও উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, দলীয় কার্যক্রমম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন বিএনপি নেতা শাহিন। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে শোকের মাতম চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেল করে সকাল আটটার দিকে উপজেলার সান্দিয়ারা – লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌছালে মটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

আরও প্ড়ুন – কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। মরদেহটি এখনও এলাকায় এসে পৌছেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রেখে ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

দাবি আদায়ে সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পরিচালকের অফিস কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন।

আন্দোলনকারীরা শিক্ষার্থীদের দাবি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, রোগীসহ কুষ্টিয়াসহ আশে পাশের কয়েক জেলার মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে আসার পাশাপাশি নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

দীর্ঘদিন ধরে হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে চরম উদাসীন। ফলে বাধ্য হয়েই তারা ক্লাস ফেলে রেখে রাজপথে বিক্ষোভ কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছেন। দ্রæত হাসপাতাল চালু করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়াসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।

মেডিকেলের শিক্ষার্থীরা বলছেন, সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা আশ্বাস পেয়েছি। আগামী ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে বলে পরিচালক আমাদের আশ্বাস দিয়েছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রকি আল নির্ঝর বলেন, সকালে আমরা শিক্ষার্থীরা পরিচালকের রুমে গিয়ে হাসপাতাল চালুর বিষয়ে কথা বলি। এর আগে পরিচালক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন প্রশাসনিক অনুমোদন পেলে হাসপাতাল চালু হবে। সেই অনুমোদন পাওয়ার তিন মাস পেরিয়ে গেলেও হাসপাতাল চালু হয়নি। তিনি বর্তমানে কোনো যৌক্তিক সমাধানও দিচ্ছেন না। এজন্য পরিচালকের রুম তালা দিয়ে আমরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনেই বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য পরিচালকের রুমে যান। সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী আল মামুন। মামুন বলেন, পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন আগামী ২০ দিনের মধ্যে হাসপাতালের অন্তত দুটি বিভাগ, শিশু ও মেডিসিন বিভাগ পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে। এই দাবি পূরণ না হলে আমরা পরিচালকের পদত্যাগ দাবি করব। আমরা আরো কঠোর কর্মসূচি দেব। সেই সঙ্গে মন্ত্রণালয় কি করল জানিনা আমরা হাসপাতাল চালু করব।

এ সময় আন্দোলনকারীরা শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণাঙ্গরুপে চালু করা যায়নি হাসপাতালটি। মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করার জন্য হাসপাতাল পূর্ণাঙ্গ রুপে চালু হওয়া খুবই জরুরি। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অপ্রতুল যন্ত্রাংশ, ব্যাপক রোগীর ভিড়, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা সমস্যা ও সংকট রয়েছে। কোন প্রকার কালক্ষেপন না করে সরকারের কাছে অবিলম্বে এই মেডিকেল কলেজ পূর্ণাঙ্গরুপে চালুর দাবি জানান তারা।

হাসপাতাল পূর্ণাঙ্গ ভাবে চালুর বিষয়ে পরিচালক আনোয়ারুল কবির সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবসম্মত না হলেও মেনে নিতে হয়েছে। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করব। আগামী ২০ দিনের মধ্যে শিশু ও মেডিসিন বিভাগ দুটি অন্তত চালু করা হবে।

জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর নবনির্মিত আংশিক হাসপাতাল ভবনের একটি বøকে বহির্বিভাগ চালু হয়। সেখানে শুধু বহির্বিভাগে কিছু রোগী দেখা হয়। হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। যেতে হয় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থীদেরকেও মেডিকেল কলেজ থেকে জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীসহ সেবা প্রত্যাশী সাধারণ মানুষ জনকে।

আরও পড়ুন –  খোকসায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আটক

সূূত্র জানায়, ২০১১ সালে কুষ্টিয়া শহরে ম্যাটসে (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) অস্থায়ীভাবে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয় তলা একাডেমিক ভবন, চার তলা করে দুটি হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দুই তলা বিশিষ্ট ডরমিটরি, মসজিদসহ আরও কিছু ভবন হস্তান্তর করা হয়। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পকেটের টাকা খরচ করে যাতায়ত করে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।

খোকসায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের নেতা ইউপি চেয়ারম্যান শকীব খান টিপুসহ তিনজনকে পুলিশ আটক করেছে।

এ ঘটনায় আটকদের মধ্যে রয়েছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লেিগর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শকীব খান টিপু (৫৫), পিতা- মৃত নোয়াব আলী খান। আটক চেয়ারম্যানের সহযোগী শাহিন খান (৩৯), পিতা আবুল হোসেন ও অপর জন আওয়ামী লীগ কর্মী মোঃ এনামুল হোসেন (৩৫), পিতা- মোঃ আক্কাস শেখ, সাং-হিলালপুর।

খোকসা থানা পুলিশের হোয়াটর্স আ্যাপ পেজে জানানো হয়, ইং-০৯/০২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.২০ ঘটিকার সময় খোকসা থানাধীন খোকসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিলালপুর দক্ষিনপাড়া (খালপাড়া) গ্রামস্থ তিন রাস্তার মোড় কালিবাড়ী টু হাইওয়ে রাস্তার পূর্ব পাশে কৃষ্ণচুড়ার গাছের নিচে বাঁশের তৈরী বসারস্থানে (চড়াট) আওয়ামী লীগের একদল দুষ্কৃতিকারী খোকসা থানার বাসষ্ট্যান্ডসহ কুষ্টিয়া জেলার মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য ককটেল, হাতবোমা, বাশের লাঠি, লোহার রড ও বিভিন্ন সাইজের ইটের ভাঙ্গা টুকরা নিয়ে নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধ ভাবে সমবেত হয়। বাদী খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩ (তিন) জনকে ঘটনাস্থলে গ্রেফতার করেন এবং ঘটনাস্থল হতে ধৃত আসামীগন, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের ফোটানো ককটেলের অংশ বিশেষ ১। ০৫ (পাঁচ) টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ (লাল টেপ ও টিনের টুকরা), ২। ০৭ (সাত) টি বিভিন্ন সাইজের বাশেঁর লাঠি, ৩। ০৪ (চার)টি বিভিন্ন সাইজের লোহার রড, ৪। ০১ টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অসংখ্য ইটের ভাঙ্গা অংশ, ৫। ০৩ (তিন) টি ৭টি কাঁচের বোতল, ৬। ০৩ (তিন) জোড়া স্যান্ডেল পেয়ে পুলিশের কাছে থাকা টর্চের আলোতে থানা পুলিশ ইং-০৯-০২-২০৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং।

আরও পড়ুন – ভারসাম্য দৌড়

ভারসাম্য দৌড়

0

দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা। মুখে চা চামচের উপর মার্বেল নিয়ে দৌড়ে শেষ প্রান্তে পৌচ্ছাতে হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগীতায় অংশ নেওয়া খোকসা ১ নং সদর ক্লাষ্টারে প্রতিযোতার একাংশ খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রবিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৩

 

 

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শনিবার রাত থেকে রোববার দুপুর দুইটা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে।

আটকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল কামাল, ধর্মবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য আবু জাফর, জহুরুল ইসলাম, বাদশা-উর রহমান, বকুল বিশ্বাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক।

ভেড়ামারা থানায় তিনজন আটক হয়েছে। তারা হলেন- বাহাদুরপুর ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জু বিশ্বাস, দপ্তর সম্পাদক রতন আলী ও ধরমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন।

কুমারখালীতে আটক হয়েছেন দুই ছাত্রলীগ নেতা। এ ছাড়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়।

আরও পড়ুন – জাহানারার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ -সমাবেশ করেছে গ্রামবাসী

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যক্রম, নাশকতা ও লিফলেট বিতরণের অভিযোগ রয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানান তিনি।

জাহানারার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ -সমাবেশ করেছে গ্রামবাসী

0

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরের বাক প্রতিবন্ধী জাহানারা বেগম (৪০) কে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।

রবিবার বেলা ১১ টার সময় দৌলতখালী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে দৌলতখালী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হক, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা ফেরদৌস হোসেন, তানভীর আহম্মেদ বিজয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ, সাহাবুল ইসলাম, ছিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে পরিবারের পক্ষ থেকে আরিফ হোসেন দাবি করেন, আমার ফুপু বাক প্রতিবন্ধী। সে আর পাঁচ জন মানুষের মত চলাফেরা সংসারের কাজ-কর্ম সব করতো। আমার ফুপুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। তিনি আর বলেন, আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শনিবার সকালে দাড়ের পাড়া গবড়গাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানের জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিবস্ত্র জাহানারার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে

এলাকাবাসী জানায়, রাতে এশার নামাজের পরে দাড়ের পাড়ার মোড়ে একটি দোকানে বসে ছিলেন জাহানারা।
জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাইয়ের ছেলে আরিফ হোসেন বলেন, জাহানারা বাক প্রতিবন্ধী। তিনি প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাঁটা-হাঁটির জন্য বাইরে বের হয়েছিল। পরে আর বাড়ি ফেরেনি। জাহানারা বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারেন। তিনি মানুষের বাসা-বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। আমরা সকালে খবর পায় বিবস্ত্র অবস্থায় তার লাশ একটি গাছে ঝুলছে। আমরা এসে দেখি জামা কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪শ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে।

শনিবার দিনগত রাতে ট্রাকটি সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুরে পৌঁছালে ঘনকুয়াশায় চালক মিলন নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশ্ববর্তী খালে পড়ে যায়।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।

সর্বশেষ সংবাদ

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে। বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন...

কাঁচা আম ও শৈশব

প্রকৃতিতে আম, জাম ,লিচুসহ বাহারি সব ফল নিয়ে এসেছে মধুমাস বৈশাখ। লোভনীয় সব ফলে লোভাতুর করে তোলে শিশু কিশোর থেকে শুরু করে বুড়ো দেরও।...

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই...

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর...

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক...