সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Home Blog Page 32

ছাত্রীদের উত্যক্ত করায় তিন বখাটকে পুলিশে দিলেন শিক্ষক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ হিজড়া ‘ বলে ট্রল করে এক বখাটে। এ নিয়ে শিক্ষক -শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই বখাটে। সে সময় ওই বখাটে তার আরো দুই সহপাঠীকে ডেকে নিয়ে যায় ওই বিদ্যালয়। তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসম্মানজনক আচরণ শুরু করেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে তিন বখাটকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

আকটকৃতরা হলেন – আলাউদ্দিন নগর এলাকার আব্দুল মোমিনের ছেলে সোহান পারভেজ শুভ (১৮)। তিনি আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের কারিগরি শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

অপর দুজন হলেন একই এলাকার রাশেদ্লু ইসলামের ছেলে রাকিব হোসেন (১৮) এবং জমির উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (১৮)। তারা আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

দুপুরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথে বখাটেদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক – শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌছে আটককৃতদের থানায় নিয়ে যান।

এসময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, মেয়েরা মাঠে বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে খেলাধূলার প্রস্তুুতি নিচ্ছিলো। সেসময় বখাটে শুভ বেপরোয়া ভাবে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে ঢুকে এবং শিক্ষার্থীদের ‘হিজড়া’ বলে ট্রল করে। পরে শুভর অপর দুই সহপাঠী এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে। তারা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভ বলেন, নতুন ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম আলাউদ্দিন নগর এলাকায় ভোটার তালিকার দায়িত্বে রয়েছেন। আমার এবং আমার বোনের ভোটার তালিকা জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি শহিদুল ইসলামের কাছে দিতে এসেছিলাম। তবে ভুল বোঝাবুঝি হয়।

আটকৃত সোহাগ বলেন, অবরুদ্ধের খবর পেয়ে আমি আর রাকিব শুভকে নিয়ে যেতে বিদ্যালয়ে এসে ফেঁসে গেছি। আমরা কিছু করিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ভোটার তালিকা চলছে গ্রামে। তবে বখাটে শুভ বিদ্যালয়ে ঢুকে অশোভন আচরণ শুরু করে। পরে অপর দুইজন এসে উত্তেজনা সৃষ্টি করলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শুভর বাবা আব্দুল মোমিন ফোনে বলেন, শিক্ষকদের কাছে ভোটার তালিকার কাগজপত্রাদি জমা দিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে মিটমাট করা হবে।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবির বৃক্ষ রোপণ করলো

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, শিক্ষার্থীদের উত্যক্ত করার অপরাধে তিন বখাটেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।

আরও পড়ুন – আমের মুকুল

আমের মুকুল

0

প্রকৃতিতে খনার বচনের প্রতিফলন যথার্থই ঘটেছে, “পৌষে কুশি, মাঘে বোল (মুকুল), .. .. ”। মধ্য মাঘে আমের গাছ মুকুলে ছেয়ে গেছে। বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবির বৃক্ষ রোপণ করলো

 

খোকসায় ছাত্রশিবির বৃক্ষ রোপণ করলো

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ ওয়াজেদ আলী, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু, ইসলামী ছাত্রশিবির খোকসা উত্তর থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, দক্ষিণ থানা শাখার সভাপতি সাকিব হুসাইন সহ উপজেলার ইসলামী ছাত্রশিবির,এবং কলেজ শাখার সদস্যবৃন্দ।

আরও পড়ুন – খোকসার কালীর বার্ষিক পূজা শেষে প্রতিমা বিসর্জন

খোকসা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভাটি সঞ্চালনা করেন খোকসা সরকারি শাখা ছাত্রশিবির সেক্রেটারি মুক্তার হোসেন ।

খোকসার কালীর বার্ষিক পূজা শেষে প্রতিমা বিসর্জন

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীতে বিশালদেহী কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খোকসার কালীর বার্ষিক পূজার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে সপ্তমী পূজা পর্যন্ত আনুষ্ঠানিক পূজা-অর্চনা ও গ্রামীন মেলা চলবে।

খোকসার কালী বার্ষিক পূজা উপলক্ষে তৈরী করা প্রতিমা বুধবার সন্ধ্যায় গড়াই নদীর কালী বাড়ির ঘাটে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন দেতখতে হাজার হাজার পূর্ণার্থী ও দর্শনার্থী নদীর দুই তীরে অপেক্ষা করেন। অনেকেই নৌকা নিয়ে বিসর্জনের দৃশ্য উপভোগ করেন।

প্রায় ছয়শ বছর ধরে মাঘ মাসের আমাবশ্যার তৃথিতে খোকসার কালীর বার্ষিক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। একই ধারায় মঙ্গলবার দিনগত রাতে এ বছরের বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রায় ২৪ ঘন্টা ঘরে চলে পূজা অর্চনা।

বুধবার বিকালে বার্ষিক পূজা মন্দির থেকে ১১ লম্বা কালী প্রতিমাটি বিসর্জনের জন্য বেড় করা হয়। মন্দির সংলগ্ন গড়াই নদীর ঘাট পর্যন্ত প্রতিমার সামনে ও পেছনে জনস্্েরাতের সৃষ্টি হয়। ভিড় ঠেলে কয়েকশ গজ দূরে প্রতিমা নিতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়। সন্ধ্যা নামার আগেই নদীর দুই তীরে জনসমুদ্রের সৃষ্টি হয়।

আরও পড়ুন – অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি অ্যাওয়ার্ড পেলেন মনিরুল ইসলাম

কালী বাড়ি মন্দির কমিটির অর্থ সম্পাদক প্রবীর সরকার বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ন পরিবেশে কালীর বার্ষিক পূজা ও উৎসব সফল ভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সব শ্রেণি পেশার মানুষদের ধন্যবাদ জানান।

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি অ্যাওয়ার্ড পেলেন মনিরুল ইসলাম

0

স্টাফ রিপোর্টার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৪ পেয়েছেন মোহনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম। গড়াই নদীর প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় এ পুরস্কার পেলেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে মনিরুল ইসলামসহ তিনজন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ বিজয়ী অন্য দুজন হলেন আজকের পত্রিকার সাইফুল মাসুম ও সমকালের হাসান হিমালয়।

দক্ষিণাঞ্চলের জনগুরুত্বপূর্ণ গড়াই নদীর খনন প্রকল্পের দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। এখানে উঠে আসে গড়াই নদী খননপ্রকল্প নিয়ে সীমাহীন দুর্নীতির চিত্র। ২ পর্বের ধারাবাহিক এই প্রতিবেদনের জন্য এ বছর টিআইবি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অর্জন করেন তিনি।

শুরুতেই এই প্রতিবেদন করতে গিয়ে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার অভিজ্ঞতা জানান মনিরুল ইসলাম। বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় নেয়ার বিকল্প নেই। পাশাপাশি এসব প্রকল্পে স্থানীয় অংশীজনদের অন্তর্ভূক্ত করার পরামর্শও দেন তিনি।

গড়াই নদী যে শুধু যে একটি নদীই নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ সুন্দরবনের রক্ষাকবচ- সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোহনা টেলিভিশনের বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট। আর প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ বলেন, নদীর বায়োপ্লাষ্টিক উত্তোলন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তাই এ ব্যাপারে টিআইবির পর্যবেক্ষণ জরুরি।

আর প্রতিবেদনের মেন্টর প্রখ্যাত সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নতুন কিছু করতে হবে। এজন্য চোখকান খোলা রাখতে হবে।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সুস্থ সাংবাদিকতায় পারে সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে। আগামীতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে টিআইবি কাজ করবে। এ সময় তিনি তিন ফেলোকে অভিনন্দন জানান।

মনিরুল ইসলামের জন্ম কুষ্টিয়ার খোকসায়। তিনি পিআইবি থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ সম্পন্ন করেন।

গণমাধ্যমে বিট ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবা খাত, ক্রাইম, আইসিটি, অর্থনীতি নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে মনিরুল ইসলাম পেয়েছেন বিজেসি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩, ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ রানার্স আপ, এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড, পিস ফর ফিল্ম ও ইউএনডিপির পিস ফিল্ম অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।

বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন- মোহনা টিভির সিইও ও বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ, দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান, মফস্বল সম্পাদক মনির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক ডা. সুমাইয়া খায়ের, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক, শাহনাজ মুন্নী, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ।

খোকসার কালীপূজা ও মেলা শুরু

0

স্টাফ রিপোর্টার

খোকসার কালীর বার্ষিক পূজা ও সপ্তাহ ব্যাপী মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে কালী বাড়ির বার্ষিক পূজা মন্দিরে বিশালদেহী কালী মূর্তি স্থাপন করা হয়। সন্ধ্যায় প্রথাগত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মাঘি আমাবশ্যার তৃথিতে বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতার শুরু হয়েছে। রাত ভোরে চলবে আরাধনা। বুধবার সন্ধ্যায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজার মূল পর্ব শেষ হবে। কালীর বার্ষিক পূজা উপলক্ষে কয়েকশ দোকানী প্রসাধনি, পূজার সামগ্রী, সাঁখা-শিদুর, বাঁশ-বেত, লোহার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় চলবে সপ্তমী পূজা পর্যন্ত।

ছ’শ বছরের ঐতিহ্যবাহী এ কালী পূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পূজা মন্দিরে আধা কিলোমিটার আগেই পুলিশ চৌকি বসানো হয়েছে। পূজা মন্দিরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা মন্দির এলাকায় অসংখ্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন –কুষ্টিয়ায় বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, কালী পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানা পুলিশের সাথে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা মন্দির ও আশেপাশের এলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

কুষ্টিয়ায় বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন মোঃ আকুল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম।

আরও পড়ুন – নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের যাচাই বাছাই কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম প্রমুখ। পরে কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতা ঝিমিয়ে পড়লে হবে না। সদা জাগ্রত থাকতে হবে। যারা আহত ও পঙ্গুত্ববরণ করে মানসিক ট্রমায় ভুগছেন, তারা মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার জন্য চেয়ারফুল হতে হবে। তিনি আরো বলেন, সব জায়গাতে আমাদের শৃঙ্খলা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে আমরা এক কথা বলি, অথচ বাস্তবে তা করি না। যার যার যা দায়িত্ব, তাকে সেটা করতে হবে নিষ্ঠার সাথে।

নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পানি শুন্য একটি পুকুর থেকে এক নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত মঈন উদ্দীন (৩০) উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ সূত্র জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে কৃষকেরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করে।

পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে জানতে পারেন তার লাশ পুকুরে পড়ে আছে । কেন কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা কেউ ধারণা করতে পারছে না।

আরও পড়ুন – খোকসায় পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছে কৃষক

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান বলেন, মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের বিষয়টি বিষয়টি প্রক্রিয়াধীন।

খোকসায় পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছে কৃষক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কৃষক তোরাপ আলী। সাত কাঠা জমিতে মূলকাটা পেঁয়াজ আবাদ করেছিলেন। দাম না পাওয়ায় ক্ষেত থেকে পেঁয়াজের কালি (ফুল) তুলে রাস্তায় ফেলে দিচ্ছেন। তার মত অনেক কৃষক পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর রেকর্ড পরিমানে ২৭৬৫ হেক্টর জমিতে শীতকালীন চারা পেঁয়াজ আবাদ হয়েছে। এর মধ্যে মূলকাটা পেঁয়াজ আবাদ হয়েছে ৩০ হেক্টর জমিতে। মূলকাটা পেঁয়াজের দুই রকম লাভ হয়। প্রথমে সবজি হিসেবে চড়া দামে পেঁয়াজের কালি (ফুল) বিক্রি করা যায়। দ্বিতীয়োত পেঁয়াজ বিক্রি হয় চাহিদার সাথে।

খোজ নিয়ে দেখা গেছে, গতকাল মঙ্গলবার স্থানীয় প্রধান বাজারে প্রতিকেজি পেঁয়াজের কালি বিক্রি হয়েছে ২০ টাকায়। কিন্তু কৃষক এককেজি কালি আড়তে বিক্রি করে পাচ্ছে ৫ টাকা। তার থেকে কেজি প্রতি আড়দারী কেটে নেওয়া হচ্ছে ২ টাকা। অনিন্ত্রিত আড়ৎদারীর কারণে কৃষক বাজারে ফসল নেওয়ায় অনিহা সৃষ্টি হয়েছে।

উপজেলার কাদিরপুর বিলের মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় একাধিক পেঁয়াজের কালির স্তপ চোখে পরে। খোঁজ নিয়ে জানা গেছে এর পেছনের ইতিহাস। কৃষক তার অনিহার কারণেই পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছে। খুচরা বাজারে এর চাহিদাও রয়েছে।

কৃষক তোরাপ আলী। নিজের ক্ষেত থেকে পেঁয়াজের কালি তুলে এনে রাস্তায় স্তুপ করেছেন। তিনি জানান, ৭ কাঠা জমিতে মূল কাটা পেঁয়াজ আবাদ করেছিলেন। তিনি জমি থেকে পেঁয়াজের কালি তুলে রাস্তা ফিলে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান আড়তে পেঁয়াজের কালী ৫ টাকা কেজি (দুই আটি) বিক্রি হচ্ছে। তার থেকে দুই টাকা আড়ৎদারী দিতে হচ্ছে। ফলে কৃষকের পরিশ্রম বৃথা যাচ্ছে। তাই তার মত এই মাঠের অনেক কৃষক পেঁয়াজের কালি রাস্তায় ফেলে দিচ্ছেন। পেঁয়াজ নামার জন্য এখন আবার লোক দিয়ে কালি ভেঙ্গ রাস্তায় ফেলতে হচ্ছে।

আরও পড়ুন – ব্যাংকের ভিতর থেকে ভিক্ষুকের টাকা নিয়ে গেলো প্রতারক

উপজেলা কৃষি কর্মমর্তা আব্দুল্লাল নোমান বলেন, আড়দার শ্রেণির কারণে কৃষক ক্ষতিগ্রস্তু হচ্ছেন। কৃষিপন্য বিপণন ও মার্কেটি বিভাগ বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ কওে থাকে। এ বিষয়ে কৃষি বিভাগের কিছু করার নাই।

ব্যাংকের ভিতর থেকে ভিক্ষুকের টাকা নিয়ে গেলো প্রতারক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নুরজাহান খাতুন (৬৫) নামে এক নারী ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। ব্যাংকের ভিতরেই এ প্রতারণার ঘটনা ঘটে।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে অগ্রণী ব্যাংকের বড়বাজার শাখায় ওই বৃদ্ধা নারী টাকা জমা দিতে গিয়েছিলেন। ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

সিসি ক্যামেরার ফুটেজে পর্যালোচনা করে দেখা যায়, সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে টাকা গুলো জমা দিতে নতুন ব্যাংক হিসাব খুলতে যান। এসময় ব্যাংক কর্মকর্তারা তার কাছ থেকে কয়েকটি টিপসই নেন। এক পর্যায়ে বেলা ১২ টার দিকে ব্যাংকের আসা এক প্রতারক। কৌশলে ভিক্ষারী বৃদ্ধা নুরজাহানের কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় কালো রঙের সোয়েটার,নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিল ওই প্রতারকের।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই মা মেয়ে একসঙ্গেই শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় থাকি। অনেকদিন ধরে ভিক্ষাবৃত্তি করে এই টাকাগুলো গুছিয়ে ছিলাম। আজ ব্যাংক নতুন অ্যাকাউন্ট খুলে সেই টাকাগুলো রাখার জন্যই মা মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রতারক টাকা জমা দিতে বলে আমার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, শেষ সম্বল ওই জমানো টাকাও নিয়ে গেল প্রতারক। আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মানুষের কাছ থেকে নেওয়া ভিক্ষাবৃত্তি করে আমার এই গচ্ছিত টাকাগুলো উদ্ধারে কাজ করবেন। এই টাকাগুলো পেলে আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন যাপন করতে পারবো। তাই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে টাকাগুলো উদ্ধারে সহযোগিতা চাই।

অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো, আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

আরও পড়ুন – ব্যস্ত কৃষক

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

দ্রোহ অনলাইন ডেস্ক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে...

মিরপুরের ধর্ষীত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ...

হত্যাচেষ্টা মামলার আসামিকে ছুটির দিনে জামিনের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীদেরকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি পৌরসভার আলোচিত সেই সার্ভেয়ার আব্দুল মান্নানকে গ্রেপ্তারের একদিন পর জামিন দিয়েছেন আদালত। এ...

দেশে নতুন ভোটার ৬৩ লাখ

দ্রোহ অনলাইন ডেস্ক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। অন্যদিকে মারা যাওয়ায় তালিকা থেকে...

খোকসায় বিএনপির সহযোগী সংগঠনের সাবেক নেতাদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও সেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় ঐক্যের ডাক দিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক...