কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, তামাকের কাঠি কোড়ানোর কাজের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের সাব্বির হোসেন (১৮) শিশুটিকে একটি ভূট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে মুখ চেপে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, শিশুটির চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত থাকলেও শারীরিকভাবে দুর্বল রয়েছে।
আরও পড়ুন – হত্যাচেষ্টা মামলার আসামিকে ছুটির দিনে জামিনের প্রতিবাদে মানববন্ধন
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাব্বির ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
আরও পড়ুন – দেশে নতুন ভোটার ৬৩ লাখ
মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।