খোকসায় বিএনপির সহযোগী সংগঠনের সাবেক নেতাদের সাথে মতবিনিময়

0
8

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও সেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় ঐক্যের ডাক দিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহদেম্মদ রুমী।

শনিবার সকালে জেলা বিএনপি ও জাতীয় সংসদের সংসদ সদস্যের কমলাপুরের রুমী পাড়ার নিজের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয় সাবেক নেতাদের এ মতবিনিময় সভাটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া – ৪ খোকসা কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি বলেন, মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ নেতাকর্মী আওয়ামী র্দুশাসনের স্বীকার। প্রত্যেক নেতাকর্মী একাধীকবার জেল গেছেন। জুলুমের শিকার হয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছি।

প্রধান অতিথি সকল বিভেদ ভুলে সবাইকে এক হয়ে খোকসা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে আহ্বান জানান।

আগামী নির্বাচনে খোকসা-কুমারখালী আসনে দল তাকে ( সৈয়দ মেহেদী রুমী) মনোনয়ন দেবে বলে প্রধান অতিথি আশা প্রকাশ করে বলেন, দলের অনেকেই মনোনয়ন চাইবে এটা গনতন্ত্র। চ্যালেঞ্জের এ নির্বাচনে দল কাকে মনোনয়ন দেবে এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে দলের উচ্চ পর্যায় থেকে তাকে ( সৈয়দ মেহেদী রুমী) সবুজ সংকেত দিয়ে বলেও তিনি নিশ্চিত করেন।

সভায় সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন।

আরও পড়ুন – হত্যা চেষ্টা মামলায় পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ জামান মান স্বপন।

আরও পড়ুন – খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবু প্রমুখ।