খোকসার কালীর বার্ষিক পূজা শেষে প্রতিমা বিসর্জন

0
206

স্টাফ রিপোর্টার

গড়াই নদীতে বিশালদেহী কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খোকসার কালীর বার্ষিক পূজার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে সপ্তমী পূজা পর্যন্ত আনুষ্ঠানিক পূজা-অর্চনা ও গ্রামীন মেলা চলবে।

খোকসার কালী বার্ষিক পূজা উপলক্ষে তৈরী করা প্রতিমা বুধবার সন্ধ্যায় গড়াই নদীর কালী বাড়ির ঘাটে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন দেতখতে হাজার হাজার পূর্ণার্থী ও দর্শনার্থী নদীর দুই তীরে অপেক্ষা করেন। অনেকেই নৌকা নিয়ে বিসর্জনের দৃশ্য উপভোগ করেন।

প্রায় ছয়শ বছর ধরে মাঘ মাসের আমাবশ্যার তৃথিতে খোকসার কালীর বার্ষিক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। একই ধারায় মঙ্গলবার দিনগত রাতে এ বছরের বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রায় ২৪ ঘন্টা ঘরে চলে পূজা অর্চনা।

বুধবার বিকালে বার্ষিক পূজা মন্দির থেকে ১১ লম্বা কালী প্রতিমাটি বিসর্জনের জন্য বেড় করা হয়। মন্দির সংলগ্ন গড়াই নদীর ঘাট পর্যন্ত প্রতিমার সামনে ও পেছনে জনস্্েরাতের সৃষ্টি হয়। ভিড় ঠেলে কয়েকশ গজ দূরে প্রতিমা নিতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়। সন্ধ্যা নামার আগেই নদীর দুই তীরে জনসমুদ্রের সৃষ্টি হয়।

আরও পড়ুন – অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি অ্যাওয়ার্ড পেলেন মনিরুল ইসলাম

কালী বাড়ি মন্দির কমিটির অর্থ সম্পাদক প্রবীর সরকার বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ন পরিবেশে কালীর বার্ষিক পূজা ও উৎসব সফল ভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সব শ্রেণি পেশার মানুষদের ধন্যবাদ জানান।