হত্যাচেষ্টা মামলার আসামিকে ছুটির দিনে জামিনের প্রতিবাদে মানববন্ধন

0
8

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারীদেরকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি পৌরসভার আলোচিত সেই সার্ভেয়ার আব্দুল মান্নানকে গ্রেপ্তারের একদিন পর জামিন দিয়েছেন আদালত। এ জামিনের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র-জনতা আদালত চত্বরে মানব বন্ধন করেছে।

রবিবার (২৭ এপ্রিল) কুষ্টিয়া আদালত চত্বরে জড়ো হয়ে তার জামিন বাতিল ও জামিনের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির দাবি করেন তারা।

জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। পরদিন শনিবার কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র সরকার আসামি আব্দুল মান্নানকে জামিন দেন। একদিনের মাথায় জামিনের বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্র-জনতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গুলি করে হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি কুষ্টিয়া পৌরসভার সদ্য সাবেক সার্ভেয়ার আব্দুল মান্নান (৪৫)। কুষ্টিয়া পৌর ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে বাড়াদি ফকিরপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার পদে বহু বছর কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাকে ভেড়ামারা পৌরসভায় বদলি করা হয়েছে৷ কুষ্টিয়া পৌরসভায় কর্মরত অবস্থায় নানা অনিয়ম দুর্নীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন৷ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় নিয়ে দুদকে তার বিরুদ্ধে মামলাও চলছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিলেন আলোচিত সার্ভেয়ার মান্নান। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পলাতক থাকার পর পুনরায় কুষ্টিয়া পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন তিনি। সম্প্রতি লাঠি হাতে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়। গ্রেপ্তার এড়াতে মান্নান গত ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হন। এরপরে আর অফিসে যাননি। তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে নিয়োগ নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার ঘটনা ঘটে৷ এতে আহত ইয়ামিন আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৬৭ জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন – দেশে নতুন ভোটার ৬৩ লাখ

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম মান্নানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এ বিষয়ে কুষ্টিয়া আদালতের ইন্সপেক্টর জহুরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলকারীদের হত্যা চেষ্টা মামলার আসামি আব্দুল মান্নানকে জামিন দেয়ার প্রতিবাদে আদালত চত্বরে মানববন্ধন করেছেন ছাত্র-জনতা।

আরও পড়ুন – খোকসায় বিএনপির সহযোগী সংগঠনের সাবেক নেতাদের সাথে মতবিনিময়

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলকারী ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ইয়ামিন আলী নামে এক যুবক বাদী হয়ে মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মান্নানকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। শনিবার আদালত তাকে জামিন দেন।