দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

0
135
RAJBRIE-DRO-HO-22-P5

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়েছে।

তিন দিনের সরকারি ছুটির শেষে অন্যদিকে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরসের যাত্রীবাহী পরিবহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ যানজটের শৃষ্টি হয়।

সোমবার বিকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ লাইন পরেছে।

এছাড়াও আলাদা ভাবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ফেলুর দোকান পর্যন্ত দুই কিলোমিটার ট্রাকের সারি পারাপারের অপেক্ষায় রয়েছে।

শরিফুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, ঘাটে এসেই প্রায় ৪ ঘন্টা বাসে বসে আছি। কখন ফেরিতে উঠতে পারব, সেটা জানি না। ফেরিতে উঠতে পারলে বেঁচে যাই।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরো বলেন, নদী পারে যাতে যাত্রীদের কোন দুর্ভোগে পড়তে না হয় সেইজন্য যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।