বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর রবিবার রাতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার সীমান্তবর্তী অগ্রভূলোট গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহান আলী (২৮) চারদিন আগে রহস্যজনক ভাবে নিখোজ হয়। অবশেষে রবিবার রাতে নিজ বাড়ি থেকে যুবকবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার জানান, জাহান আলী চারদিন ধরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিলেন। খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে এটা পরিকল্পিত হত্যা না অন্য কিছু তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।