খোকসার সাবেক কাউন্সিলর আলীম সড়ক দুর্ঘটনায় আহত

0
152
আশরাফুল আলীম ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর সভার সাবেক কাউন্সিলর আশরাফুল আলীম (৫৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকালে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসা কেন্দ্রিয় কবরস্থান মসজিদের পাশে ঘাতক ট্রাকের ধাক্কায় তিনি গুরু তর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সন্ধ্যা ৭তার দিকে সাবেক কাউন্সিলর আশরাফুল আলীমকে নিয়ে পরিবারের লোকেরা ঢাকার উদ্যেশ্যে যাত্রা করেছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে বহন কারী এ্যামন্বুলেন্সটি রাস্তায় ছিল।

আমরাফুল আলীম কমলাপুর গ্রামের মৃত মৌলভী মমতাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা অধ্যাপক আব্দুল মজিদের জামাতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খোকসা বাস ষ্ট্যান্ডের একশ মিটার পূর্বদিকে দ্রুতগামী রাজবাড়ী অভিমুখি একটি ট্রাক আশরাফুল আলীমের মটোরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি এ সময় একটি চলন্ত প্রাইভেট কার উপর ছিটকে পরেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, আহত আশরাফুল আলীম এর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় আঘাতের পরিমান অনেক গভীর। তিনি অচেত রয়েছেন।