বিএনপি যশোরের পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে

0
170
Jasar-18-p-4

যশোর প্রতিনিধি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকা ও প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে যশোর পৌরসভার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি এ বর্জনের ঘোষণা দেয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকা এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে কেন্দ্রিয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

আগামী ৩১ মার্চ যশোর পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এখন সরকারের পতন, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের বিদায়ের দাবিই মুখ্য। এ দাবিতে আন্দোলন গড়ে তুলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিএনপি আন্দোলন করছে। ফলে যশোর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রাখার কোনো যুক্তি নেই।

যশোর জেলা বিএনপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম বলেন, বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে ভোটে থাকা না থাকা একই কথা।

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা নির্বাসিত হয়েছে। নির্বাসিত নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জন করা হলো।