খোকসায় আরো ৪ জন করোনা আক্রান্ত

0
172

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আরো ৪ জনের করোনা পজেটিভ ধরা পরেছে।

শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পাওয়া এ রিপোটের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি আমবাড়িয়া, একজন একতারপুর ও অপর জন খোকসা পৌর এলাকার। অপর আক্রান্তের বাড়ি কুমারখালী উপজেলায়। তিনি খোকসার স্বাস্থ্য বিভাগে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। গত সোমবার উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার করোনা পজেটিভ ধরা পরে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত উপজেলায় মোট ১৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫৫ জন সুস্থ্য হয়েছেন। হাসপাতাল ও হোম আইসোলেশন আছেন ২২ জন। মারা গেছেন ৬ জন।

সূত্রটি জানায়, দ্বিতীয় ফেজে করোনা কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পরার উপক্রম হয়েছে। স্বাস্থ্য বিধি অনুসরণ না করলে এ পরিস্থিতি আরো মারাত্মক পর্যায়ে পৌচ্ছাতে পারে।