কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারদাগ এলাকার একটি পুকুর পানিতে ডুবে মারা যাওয় শিশু মুস্তাফিজুর রহমান পঞ্চম শ্রেণির ও সিয়াম (১২) ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
শিশু মুস্তাাফিজ বারদাগ এলাকার মাসুমের ছেলে এবং সিয়াম ষোলদাগ মধ্য পাড়ার বকুলের ছেলে। নিহত শিশুদ্বয় সম্পর্কে আপন খালাতো ভাই।
বাহিরচর ইউনিয়ন পরিষদের মেন্বার আসাদুজ্জামান কচি জানান, সিয়াম তার খালাতো ভাই মুস্তাাফিজের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির কাউকে কিছু না জানিয়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুদের মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার ওসি শাহ জালাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।