কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে স্থানীয় পার্কের গণ শৌচাগারের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৬)। সে পৌরসভার ১ নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। তিনি একটি গণ শৌচাগারের দায়িত্বে¡ ছিলেন।
বৃহস্পতিবার সকালে কর্মস্থলের পাশের জিকে খাল থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ওই খালে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তি খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়রা বুধবার দিবাগত রাত দশটার দিকেও জাহিদুল সুস্থ অবস্থায় চলাফেরা করতে দেখেছেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা হত্যা কিনা পুলিশ এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে।