ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় নির্মানাধিন মসজিদের আরসিসি পিলার ভাংচুর কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গড়াই নদীর অব্যাহত ভাঙ্গনে বড়ুরিয়া গ্রামের জামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দান করা জমিতি মসজিদ নির্মান কাজ শুরু হয়। এ জমির মালিকানা দাবি করেন গ্রামের তমাল নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে নির্মানাধীন মসজিদের দুইটি আরসিসি পিলার তারা ভেঙ্গে দেয়। এ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে আলাউদ্দিন, নজরুল, শরিফুল, আল্লেক, সোহান, জামাল ও গোলাম মোস্তফাসহ ৮ জন আহত হয়।
জমি দাতা খন্দকার পলাশ জানান, তিনি মসজিদের জন্য ৬ শতক জমি স্বেচ্ছায় দান করেন। দানকৃত জমিতে মসজিদ নির্মাণ কাজ চলছিলো। বৃহস্পতিবার ভোরে তমাল ও বড়ুরিয়া গ্রামের মকলেছ বিশ্বাসের নেতৃত্বে দুলাল বিশ্বাস, মনোয়ার বিশ্বাস, কায়েম শেখ, রইচ মোল্লাসহ ১৫/২০ জন মসজিদের নির্মানাধীণ দুটি আরসিসি পিলার ভেঙ্গে ফেলে।
তমাল জানান, পলাশের দানকৃত জমিতে মসজিদ নির্মানে কোন বাধা নেই। কিন্তু রেহানা খাতুন যে দুই শতক জমি দান করেছে তার মালিক আমরা (তমাল)। মসজিদের যে দুটি পিলার তাদেও জমির উপর ছিল সে দুটি তারা তুলে দিয়েছে বলে স্বীকার করেন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বড়ুরিয়া গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।