খোকসায় আড়াই বছরের শিশু দগ্ধ

0
127
বাবার কোলে যন্ত্রনায় ছটফট করছে দগ্ধ শিশু সাগর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় খেলার সময় ছায়ের গাদায় পরে এক শিশু দগ্ধ হয়েছে।

দগ্ধ আড়াই বছরের শিশুটির নাম সাগর। সে জানিপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মতিনের ছেলে।

শিশুটির বাবা জানান, শনিবার বিকালে পরিবারের অন্য শিশুদের সাথে খেলার সময় শিশু সাগর ছায়ের গাদায় পরে যায়। শিশু চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এ কে এম সাইদুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, শিশুটির দুই পা ও মাজার পেছনের অংশে প্রায় ৪০ শতাংশ পুরে গেছে। ভর্তি না হওয়ায় শিশুটিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।