কুমারখালীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

0
103
আহত যুবকের হাত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামে সন্ত্রাসী হামলায় এক যুবক গুলি বিদ্ধ হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক উপজেলার চাঁপাইগাছি গ্রামের সাবেক মেম্বার কুদ্দুস প্রামানিকের ছেলে সোহেল রানা লেলিম (৩৪)।

স্থানীয়রা জানায়, রাতে লেলিম হোগলা মোড়ে চায়ের দোকানে বসে ছিল। এ সময় ৭/৮ জন সন্ত্রাসী অতর্কিতে লেলিমকে ল্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ আহত লেলিমকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান মুঠোফোনে জানান, কারা কি উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত গত কয়েকদিন আগে সন্ত্রাসী হামলায় জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম খান গুরুতর আহত হন।