কুমারখালীতে মারা পরলো গোখরা সাপ ও ৩৮টি ডিম

0
158

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামে একটি মা গোখরা সাপকে পিটিয়ে মারলো গ্রাম বাসী। পরে ঘরের মেঝে খুড়ে ৩৮টি গোখরা সাপের ডিম পাওয়া গেছে।

বৃহস্পতিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নে পুঁটিয়া গ্রামের জালাল উদ্দিনের শোবার ঘর থেকে সাপটি পিটিয়ে মারা হয়।

গৃহকর্তা জালাল উদ্দিন জানান, দুপুরের দিকে শোবার ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পান। অনেক চেষ্টা করের প্রতিবেশীরা সাপটি পিটিয়ে মারে। এর পর সন্দেহ দানা বাঁধলে ঘরের মেঝে খোড়ার কাজ শুরু করা হয়। অনেক চেষ্টার পর সন্ধ্যার দিকে ঘরের মেঝের মাঝ খানে তিন হাত মাটির নিচে থেকে একে একে ৩৮ সাপের ডিম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডিমগুলো গোখরা সাপেরই।