ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ বেতাই ভাদালিডাঙা গ্রামে বৈদ্যৎতিক সকটসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে চার মাস বয়সের এক কন্যা শিশু নিহত হয়েছে। এ অগ্নিকান্ডে কৃষকের সর্বস্ব পুড়ে গেছে।
উপজেলার বেতাই ভাদালিডাঙা গ্রামে ইব্রাহীমের বাড়ির এ অগ্নিকান্ডে ঘটনা টি ঘটেছে শুক্রবার সকাল ১১ টার দিকে। আগুনে পুরে মারা যাওয়া শিশুটির নাম তানিশা। তার বয়স হয়েছিল চার মাস।
বেতায় পুলিশ ক্যাম্পের আইসি ও পরিবারের সদস্যরা জানান, সকালে মা তার চাঁর মাসের শিশু কন্যাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে ওঠেন। কিছু সময় পর ঘরে আগুনের ধোয়া দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা শিশু ও বাড়ি রক্ষার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে শিশু তানিশা আগুনে পুড়ে অঙ্গারে পরিত হয়ে যায়।
এ অগ্নিকান্ডে কৃষকের ঘরবাড়ি পুড়ে ব্যাপক য়তি হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মাসুম বিল্লাহ বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা মারা গেছে।