খোকসার মিরা পেলো আমেরিকা প্রবাসীর আর্থিক সহায়তা

0
168
বয়বৃদ্ধ হানেফ আলী মানষিক ভারসাম্যহীন মিরার হাতে প্রবাসীর আর্থিক সহায়তার টাকা তুলেদেন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মানষিক ভারসাম্যহীন মিরা দ্বিতীয় দফায় আমেরিকা প্রবাসীর আর্থিক সহায়তা পেলো।

উপজেলার বড়ইচারা গ্রামের সাহোদত আলীর মানষিক ভারসাম্যহীন মেয়ে মিরা (৩০)। সে একাধিক স্বামী পরীতক্তা। তার উপর সাবেক স্বামীর নির্যাতনের সচিত্র সংবাদ ছাপা হয় পত্রিকায়। আর সেই সংবাদ এক আমেরিকা প্রবাসীর হৃদয়ে নাড়া দেয়। তিনি যোগাযোগে করেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকার কর্তৃপক্ষের সাথে। এই পত্রিকার টির মাধ্যমে এবার দিয়ে দ্বিতীয় দফায় ওই মানষিক ভারসাম্যহীন মিরার জন্য আর্থিক সহায়তা করলেন।

রবিবার বিকালে পত্রিকার একজন প্রতিনিধি প্রবাসীর আর্থিক সহায়তার টাকা নিয়ে যান মিরার বাবার বাড়ি বড়ইচারা গ্রামে। গ্রামের শতবর্ষী হানেফ আলী শেখ প্রবাসীর দেওয়া অর্থ প্রতিবন্ধি নারীর হাতে তুলেদেন। এ সময় গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওই প্রবাসীর বাড়ি জেলার ভেড়ামারা উপজেলার গ্রামে। তার নাম প্রকাশ করা হলো না।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে সাবেক স্বামী আয়ুব আলীর দোকানের ক্যাশ থেকে মোবাইল কেনার জন্য কিছু টাকা চুরি করে মানষিক ভারসাম্যহীন মিরা। এক পর্যায়ে তাকে দড়ি দিয়ে বেঁধে পাখি ভ্যানে করে বাবার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। খোকসা – গোপগ্রাম সড়ক থেকে এ দৃশ্য ক্যামেরা বন্দি করেন দ্রোহ পত্রিকার ফটো গ্রাফার ও প্রতিবেদক। সংবাদটি প্রকাশিত হলে দৃষ্টি কারে ওই প্রবাসীসহ অনেকের।