সরকার সাংবাদিকদের বিশেষ অর্থ সহায়তা দেবে – তথ্যমন্ত্রী

0
153
hasan-dro-19-p-9-compressed
তথ্যমন্ত্রী ডাঃ হাছান মাহামুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সংকটে পরা সাংবাদিকদের জন্য বিশেষ অর্থ সহায়তার দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকার।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাশেষে তথ্যমন্ত্রী ডাঃ হাছান মাহামুদ সরকারের এ ঘোষনার বিষয়ে নিশ্চিত করেন।

তথ্যমন্ত্রী জানান, সম্প্রতি চাকরিচ্যুত, ছয় মাস ধরে কর্মহীনতা বা দীর্ঘদিন বেতন না পাওয়া- এ তিন কারণে সংকটে পরা সাংবাদিকদের জন্য দলমত নির্বিশেষে আপদকালীন এ সহায়তার প্রদান করা হবে। এককালীন এ সহায়তার পরিমান ১০ হাজার টাকা।