পাংশায় ভ্রাম্যমান আদালত ২‘শ টি অভিযান চালিয়েছে

0
139
UMO-PAN-DRO-19-P-10-compressed
স্বাস্থ্য বিধি মেনে চলার প্রচারে পাংশার ইউএনও। ছবি - দ্রোহ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি রক্ষায় ভ্রাম্যমান আদালত প্রায় ২‘শ টি অভিযান চালিয়েছে। এসময় প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারের নীতিমালার আলোকে কোচিং সেন্টার চালানোর অভিযোগে এক শিক্ষকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চলমান বৈশ্বিক মহামারী শুরুর পর এপ্রিল মাসে ১৮৫ টি অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৪ লাখ ২৩ হাজার ৭শত টাকা এবং চলতি মে মাসের প্রথম ১৫ দিনে ১৬টি অভিযানে প্রায় ২৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রমম্যান আদালত। এ অবদি প্রায় ২০৩ টি অভিযান পরিচালনা করে মোট প্রায় ৪ লক্ষ ৬২ হাজার টাকা ১শত ৫০ টাকা জরিমানা আদায় করে আদালত।

এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি রক্ষায় ব্যাপক প্রচারণাসহ ব্যপক ত্রাণ সহায়তা তদারকি অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিজের পরিবার ও সমাজ রক্ষায় সবাইকে স্বস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনার প্রাদুভাবে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এই কর্মহীন মানুষের জন্য সরকারি ত্রাণ সহায়তা অব্যহত রয়েছে। একজন মানুষও না খেয়ে নেই। থাকবে না। সেই টাগেট সামনে রেখে প্রাশাসনের সবস্তরের কর্মকর্তারা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে কাজ করে চলেছে।