খোকসায় শিক্ষিকার আত্মহত্যা

0
177
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কলহের জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আত্মহত্যা করেছে।

নিহত শিক্ষিকা সুমাইয়া আফরিন (২৫) সিংঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। সে একই গ্রামে আব্দুল আলিমের স্ত্রী। তার দুই বছর বয়সী এক মেয়ে ও ৬ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।

সহকর্মী ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন শনিবার সকালে স্বামীর সাথে টাকা নিয়ে কথাকাটি হয়। এর সূত্র ধরে পরিবারের লোকদের ওপর অভিমান করে নিজের ঘরে বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেয়ে। এক পর্যায়ে পরিবারে লোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে। পুলিশ শিক্ষিকার মৃতদেহটি উদ্ধার করের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানা ভারপ্রপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, শিক্ষিকার ময়না তদন্ত হয়েছে। এখন রিপট এলে বলা যাবে কিহয়ে মৃত্যু হয়েছে।