ফিলিস্তিনে হামলা : দৃঢ় পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0
124
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরা নিশ্চিত করার ল্েয জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।