চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ১৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত তিনদিনে মোট ২১৬ জন বাংলাদেশি দেশে ফিরলেন।
বুধবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্টে পৌঁছলে স্বাস্থ্য পরীার পর তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম বলেন, এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। বিশেষ নিরাপত্তায় অন্যদের চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত সোম ও মঙ্গলবার নারী-পুরুষ মিলে ৮৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এনিয়ে গত দুদিনে ভারতফেরত তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়।
একইদিন দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ১৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ২৪ জন দেশে ফেরেন।